স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী শনাক্ত ৩৩৪

# বিভাগে ডেঙ্গু ছাড়াল ২৯১৮৮ : মৃত্যু ১০৫

স্টাফ রিপোর্টার ঃ গত একদিনে (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) খুলনা বিভাগের নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৩৪ জন। একদিনে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ৩৫ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৬ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১০৫ জন এবং ডেঙ্গু রোগী ছাড়াল ২৯ হাজার ১৮৮ জন। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা বিভাগের ১০ জেলায় নতুন করে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৩৪ জন। বিভাগের ১০ জেলায় সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ৩০ জন, বাগেরহাটে ২৪ জন, সাতক্ষীরায় ৯ জন, যশোরে ৩৫ জন, ঝিনাইদহে ৫০ জন, মাগুরায় ৩১ জন, নড়াইলে ২৫ জন, কুষ্টিয়ায় ৪৯ জন, চুয়াডাঙ্গায় ১৪ জন ও মেহেরপুরে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু রোগীর ভর্তি ছাড়াল ২৯ হাজার ১৮৮ জন। এসময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৭৪২ জন। ডেঙ্গুতে মৃত্যু হয়েছে মোট ১০৫ জনের। মারা যাওয়ার মধ্যে খুমেক হাসপাতালে ৩৪ জন, খুলনায় ২ জন, বাগেরহাটে ২ জন, সাতক্ষীরায় ১ জন, যশোরে ১৭ জন, মাগুরায় ৬ জন, কুষ্টিয়ায় ২১ জন, ঝিনাইদহে ৯ জন, নড়াইলে ৫ জন, এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। বর্তমানে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১০২০ জন এবং রেফার্ড করা হয় ৩৪৯ জনকে। খুলনা সিভিল সার্জন সূত্র মতে, গত ২৪ ঘন্টায় খুলনা জেলায় নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩০ জন। এ সময়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। এ পর্যন্ত খুলনা জেলায় হাসপাতালে ২৩১৬ জনকে ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয়। এর মধ্যে সুস্থ্য হয়ে বাড়িতে ফিরেছেন ২২৫৬ জন এবং মোট মৃত্যু হয় ৩২ জনের। রেফার্ড করা হয় ৬ জন রোগীকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button