স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রীর জনসভায় নড়াইল সদরের চেয়ারম্যান নিলুর শোডাউন

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের খুলনা বিভাগীয় জনসভা হাজারো নেতা কর্মিদের মিছিল এর সাথে পায়ে হেটে প্রধানমন্ত্রীর জনসভায় আসলেন নড়াইল সদর উপজেলার চেয়ারম্যান ও নড়াইল জেলা আওয়ামলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু। এসময় নেতা কর্মিদের বিভিন্ন শ্লেগানে মুখরিত হয়ে উঠে জনসভা আশপাশ এলাকা। প্রিয় নেতা নিজামউদ্দিন খান নিলুকে কাছে পেয়ে আরও বেশি উচ্ছাসিত হতে দেখা গেছে নেতা কর্মিদের। এ বিষয়ে যুবলীগ নেতা সোহেল রানা বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আগমনে ও বিভাগীয় জনসভা সফল করতে আমরা নড়াইল জেলা আওয়ামলীগের কয়েক হাজার নেতা কর্মিরা এসছি। রোদ গরম উপেক্ষা করে নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান ও নড়াইল জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর নেতৃত্বে নড়াইল জেলার সাধারণ মানুষ জন সমাবেসে এসেছে। আমরা প্রধানমন্ত্রীর আগমনে খুব উচ্ছাসিত আনন্দ প্রকাশ করছি। নড়াইল জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক গাউসুল আজম মাসুম বলেন, সমাবেশে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেয়ে আমরা খুবই আনন্দিত। প্রধানমন্ত্রীর আগমনে বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মীদের সাথে থেকে এই সমাবেশ উপভোগ করছি, এটি একটা বড় পাওয়া। জেলা ছাত্রলীগের সভাপতি নাইম ভুঁইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনা স্বার্থে দেশের মানুষের জন্য একাধারে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে, এজন্য তার কাছে আমরা চির ঋণী। রোদ গরম উপেক্ষা করে আমরা নেতাকর্মীরা তার সমাবেশে সমবেত হয়েছি। আর খুলনায় জন সমাবেশে শেখ হাসিনাকে কাছে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button