স্থানীয় সংবাদ
কেএমপি’র অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার
স্টাফ রিপোর্টার ঃ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ১১৮ পিস ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি গ্রেফতার হয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে ৩টি মামলা দায়ের হয়েছে। সোমবার কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গোবরচাকা এলাকার মৃত কালু সরদারের ছেলে মোঃ জহিরুল ইসলাম ওরফে রাজু(৩৫), খুলনা ২য় কালভার্ট চাঁনমারী বাজার এলাকার মোঃ কামালের ছেলে মোঃ শাহজাহান(৩২), খালিশপুর রাজধানীর মোড় এলাকার মোঃ আলমগীর হোসেনের ছেলে মোঃ ইয়াছিন খান(২২),। এদেরকে খুলনা ও খালিশপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১১৮ পিস ইয়াবা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।