মোড়ে মোড়ে এলইডি স্ক্রিনে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রীর জনসভা

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগ দিতে সোমবার সকাল থেকে দল বেঁধে আসেন নেতা কর্মীরা। জনসভাস্থল খুলনার সার্কিট হাউজ মাঠ ও তার আশপাশের এলাকায় দুপুর ১২টায় মানুষে মানুষে পূর্ণ হয়ে উঠেছে। এই জনসভা উপলক্ষে তোরণ, পোস্টার, ব্যানার আর ফেস্টুনে মোড়ানো হয়েছে পুরো খুলনা শহর। সেই সঙ্গে সকাল থেকে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে জনসভাস্থল ও আশপাশের এলাকা। নগরের পড়ে গেছে সাজ সাজ রব। এদিকে জনসভা স্থল ও তার আশপাশের এলাকায় মানুষের চাপ নিয়ন্ত্রণে ও প্রধানমন্ত্রীর জনসভা বেশি মানুষের কাছে পৌঁছাতে মহানগরীতে বসানো হচ্ছে ২০টি ডিজিটাল এলইডি স্ক্রিন। যা জনসভা এলাকার চারদিকে বসানো হয়েছে। এছাড়া ৪শ’ টি মাইক স্থাপন করা হয়েছে বলে জানা যায়। পাশাপাশি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে খুলনা নগরীকে। সোমবার দুপুর আড়াইটায় খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এ সমাবেশ খুব গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আসায় বিভাগের ১০ জেলায় দলের তৃণমূল নেতাকর্মীরা আরও উজ্জীবিত হবেন। সরেজমিনে দেখা যায়, সমাবেশস্থলে পর্যাপ্ত সংখ্যক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখা হয়েছে। রয়েছে পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রাখা হয়েছে ৩টি মেডিকেল টিম। জনসভায় খুলনা ছাড়াও বিভাগের ১০ জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা যোগ দেন জনসভায়। বিএনপির অবরোধ থাকলেও কোনো অসুবিধা হয়নি বলে জানান তারা।