স্থানীয় সংবাদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনায় আসায় খুলনা চেম্বার অব কমার্সের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গত ১৩ নভেম্বর, সোমবার খুলনা সার্কিট হাউজ ময়দানে এক বিভাগীয় জনসভায় যোগদান করেন এবং খুলনাবাসি সহ সমগ্র দেশবাসির উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী তার বক্তব্যে জাতির পিতার স্বপ্ন পূরনের লক্ষ্যে উন্নত, সমৃদ্ধ, আধুনিক তথ্য ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সোনার বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের সাথে থাকার জন্য জনগনের প্রতি আহবান জানান। একইসাথে জনসভাস্থল থেকে প্রধানমন্ত্রী ২ হাজার ৩৬৯ কেটি টাকা ব্যয়ে খুলনার ২৪টি বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প শুভ উদ্বোধন ও ২২৩ কেটি টাকা ব্যয়সাপেক্ষ ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজি আমিনুল হক বিবৃতি প্রকাশ করেন যে প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার খুলনাসহ এতদাঞ্চলের মানুষের প্রতি গভীর আন্তরিকতার ফলশ্রুতিতে এ অঞ্চলের বিভিন্নমূখী উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে এবং হচ্ছে। এজন্য দেশরতœ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি খুলনার ব্যবসায়ী সমাজ তথা খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পক্ষ থেকে সভাপতি কাজি আমিনুল হক আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন। জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র মাননীয় সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন মহোদয় এবং মাননীয় সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল মহোদয় এর নেতৃত্বে এবং তত্ত্বাবধানে উক্ত জনসভা সুষ্ঠু, সুন্দর ও সফলভাবে অনুষ্ঠিত হয় এবং উক্ত জনসভায় যুব সমাজের উচ্ছ্বসিত সরব অংশগ্রহণের ক্ষেত্রে জাতির জনক বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ সোহেল উল্লেখযোগ্য ভূমিকা রাখেন, একইসাথে উক্ত জনসভায় বক্তব্য পেশকালে সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি মহোদয় খুলনাসহ এতদাঞ্চলের মানুষের দীর্ঘ দিনের দাবি হিসেবে মোংলা থেকে ফুলতলা-নওয়াপাড়া নৌরুটে পণ্য পরিবহণের সুবিধার্থে খুলনার ভৈরব, রূপসা ও কাজীবাছা নদী খনন, মোংলা বন্দরে জাহাজ মালিক ও ব্যবসায়ীদের যোগাযোগ ব্যবস্থা সহজীকরণের স্বার্থে খানজাহান আলী বিমান বন্দর নির্মাণ, খুলনায় শিক্ষা বোর্ড ও ক্যাডেট কলেজ স্থাপন, অর্থনৈতিক জোন নির্মাণসহ আরও কিছু দাবির কথা মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করায় তাদের সকলের প্রতি খুলনা চেম্বারের পরিচালনা পরিষদের পক্ষ থেকে সভাপতি কাজি আমিনুল হক বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অন্যান্য বিবৃতিদাতারা হলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উর্দ্ধতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, আলহাজ¦ নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও মোঃ সোহাগ দেওয়ান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button