স্থানীয় সংবাদ

চরমোনাই’র নমুনায় ৩দিনব্যাপী মাহফিল আজ

উদ্বোধনী বয়ান বাদ আছর

খবর বিজ্ঞপ্তি : ১৫ নভেম্বর নগরীর মুজগুন্নিস্থ জামি’আ রশীদিয়া গোয়ালখালী (ক্যাডেট মাদ্রাসা) খুলনায় চরমোনাই’র নমুনায় ৩ দিনব্যাপী ৩৯ তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায় জিকির বাদ আছর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে। গতকাল বাদ আছর প্রথম দিনের প্রধান অতিথি নায়েবে আমিরুল মুজাহিদীন শায়খুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে চরমোনাই’র নমুনায় ৩ দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উক্ত মাহফিলে ২য় ও ৩য় দিন (আগামীকাল ও পরশুদিন) প্রধান অতিথির বয়ান রাখবেন আমিরুল মুজাহিদীন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই), অনুষ্ঠিতব্য ৩ দিনব্যাপী মাহফিলে আরো বয়ান রাখবেন জাতীয় পর্যায়ের উল্লেখ্যযোগ্য আলেমগন। ওই মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল আউয়াল সাহেব ও মাদ্রাসা সেক্রেটারী শেখ হাসান ওবায়দুল করীম এক যৌথ বিবৃতিতে বলেন- আলহামদুলিল্লাহ মাহফিল আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন আছে। এখন শুধু উদ্বোধনী বয়ানের অপেক্ষায়। ইতিমধ্যেই খুলনার দুর-দুরান্ত হতে ধর্মপ্রান মুসল্লিগন দলে দলে জামি’আর ময়দানে এসে হাজির হচ্ছে। মহিলা প্যান্ডেলে মা-বোনেরা মাহফিল শুরু হওয়ার আগের দিন হতেই অবস্থান নিচ্ছেন। সবাই চাতক পাখিরন্যায় তাকিয়ে আছে শায়েখে চরমোনাই’র উদ্বোধনী বয়ানের অপেক্ষায়। ইনশাআল্লাহ যথাসময়েই আমাদের আজকের প্রধান অতিথি শায়েখে চরমোনাই’র উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। উক্ত সময়ে উপস্থিত ছিলেন- মাদ্রাসা সভাপতি আলহাজ্ব আব্দুল গণী জমাদ্দার, মুফতী আব্দুর রহীম, মাওলানা আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুর রশীদ, মাওলানা আব্দুস সামাদ, মুফতী আবদুর রহমান মিয়াজী, মুফতি নাজমুল ইসলাম, মাওলানা আরিফুর রহমান, মুফতি আব্দুল্লাহ, মুফতি নাঈমুর রহমান, মিডিয়া সেল আহবায়ক আবদুল্লাহ আল নোমান, সদস্য এস.এম শাহীন হোসেন, সদস্য শাহরিয়ার তাজ, মোঃ আব্দুল কুদ্দুস, মুফতী আবু রায়হান, মোঃ আবুল হোসেন, রুহুল আমীন বাবুল, আব্দুর রশীদ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button