স্থানীয় সংবাদ

৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে খুলনা বিএনপির আহবান

খবর বিজ্ঞপ্তি : চতুর্থ দফার অবরোধ শেষে একদিন বিরতি পর আজ বুধবার থেকে পঞ্চম দফায় দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচিতে সফল করতে খুলনাবাসিসহ দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন খুলনা বিএনপি। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রদত্ত বিবৃতিতে টানা ৪৮ ঘণ্টার অবরোধ আজ ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত চলবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবি আদায়, নিহতদের হত্যার বিচার, আহতদের সুচিকিৎসা এবং সারা দেশে গ্রেফতারকৃত হাজারো নেতাকর্মীর মুক্তি ও হয়রানি বন্ধের দাবিতে দেশের গণতন্ত্রকামী জনগণকে সারা দেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালনের জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন নেতারা। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি প্রমূখ। এদিকে, বিএনপি খুলনা মিডিয়া সেল জানিয়েছেন, সংবাদপত্রের গাড়ি, অ্যাম্বুলেন্স, অক্সিজেন সিলিন্ডারবাহী গাড়ি ও জরুরি ওষুধ পরিবহণ অবরোধের আওতামুক্ত থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button