বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ
স্টাফ রিপোর্টার ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহিদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবুর মাতা এবং বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের দাদী বেগম রাজিয়া নাসেরের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ নভেম্বর বৃহস্পতিবার। ২০২০ সালের এই দিনে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবার্ষিকীতে বিদেহী আত্মার শান্তি কামনা করে দোয়া ও রান্না করা খাবার বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে আগামীকাল (১৬ নভেম্বর) বাদ যোহর দলীয় কার্যালয়ে দোয়া ও রান্না করা খাবার বিতরণ করা হবে পথচারীদের মাঝে। পাশাপাশি নগরীর প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বাদ আসর দোয়ার আয়োজন করা হবে। উক্ত কর্মসূচি সফলে নগর, থানা ও ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন।