খুলনা বিশ্ববিদ্যালয়ে ডায়াবেটিস দিবস পালন

# ডাঃ দেবাশীষ এর উদ্যোগে #
স্টাফ রিপোর্টার ঃ ‘ডায়াবেটিসের ঝুঁকি জানুন, প্রয়োজনীয় ব্যবস্থা নিন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় বিশেষভাবে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার ( ১৪ নভেম্বর) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াবেটিস, থাইরয়েড ও হরমোন বিভাগের প্রধান ডাঃ দেবাশীষ কুমার ঘোষ এর উদ্যোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। বিনামূল্যে ডায়বেটিস নির্নয়, চিকিৎসা দেয়া হয়। এছাড়া বিশেষ আয়োজন হিসাবে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ডায়াবেটিস সচেতনতা বিষয়ক বিশেষ আলোচনা করেন এ প্রতিথযশা চিকিৎসক। আলোচনার বিষয়বস্তু ছিলো ঝুকি ও জটিলতা জানুন উপযুক্ত সাড়া দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি ড. এসএম ফিরোজ, বায়োটেকলোজি বিভাগের অধ্যাপক ড. মুরসালিন বিল্লাহসহ শতাধিক শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।