সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীন

# অতিরিক্ত ডিআইজি হলেন #
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন খুলনা সিআইডির বিশেষ পুলিশ সুপার(এসপি) শম্পা ইয়াসমীন। সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনসহ পদোন্নাতিপ্রাপ্তদের গত ১৪ নভেম্বর সিআইডি ঢাকাস্থ হেডকোয়াটার্সে এক অনাড়ম্বন অনুষ্ঠানে রাঙ্ক ব্যাজ পরিয়ে দেন সিআইডি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া, বিপিএম, পিপিএম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষরিত গত ৬ নভেম্বরের চিঠিতে খুলনা সিআইডির বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীনকে পুলিশ সুপার হতে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয়। এ উপলক্ষে গত ১৪ নভেম্বর ঢাকাস্থ সিআইডির হেডকোয়ার্টার্সে সিআইডি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত শম্পা ইয়াসমীনসহ পদোন্নাতিপ্রাপ্তদের র্যাঙ্ক ব্যাজ পরিধান ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিআইডি প্রধান ও পুলিশের অতিরিক্ত আইজিপি মোহাম্মাদ আলী মিয়া, বিপিএম, পিপিএম, এর সাথে সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের স্বামী মোঃ নবিউল্যাহসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে, খুলনা সিআইডর বিশেষ পুলিশ সুপার(এসপি) শম্পা ইয়াসমীন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়ায় সিআইডি খুলনা মেট্রো এ্যান্ড জেলা অফিসার্স ফোর্স, সিআইডি বিভাগীয় ফরেনসিক ল্যাব খুলনার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে জানায়, সিআইডি খুলনার বিশেষ পুলিশ সুপার শম্পা ইয়াসমীন চাকুরী জীবনে রাষ্ট্রিয় অর্পিত দায়িত্ব ও কর্তব্য সততা ও নিষ্ঠার সাথে পালন করে সহকারী পুলিশ সুপার হতে কর্মদক্ষতায় নিয়মিত পদোন্নতিপ্রাপ্ত হয়ে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পান। তার এ পদোন্নাতিতে সিআইডি খুলনা মেট্রো এ্যান্ড জেলা অফিসার্স ফোর্স, সিআইডি বিভাগীয় ফরেনসিক ল্যাবের সকল সদস্য গর্বিত, উচ্ছসিত এবং আনন্দিত। একই সাথে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি শম্পা ইয়াসমীনের দীর্ঘায়ূ জীবন, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেছেন।