রূপসায় গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় মোঃ হাবিব (৪৩) নামের এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে জানা যায়। গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের সামন্ত সেনা গ্রামে নতুনহাট এলাকায় এ ঘটনা ঘটে। তার দুই ছেলে সন্তান রয়েছে।
স্থানীয়রা জানায়, স্ত্রী সন্তানের সঙ্গে হাবিবের পারিবারিক কলহ চলছিল। পরিবারের সঙ্গে পূর্বের ন্যায় একসাথে মিলেমিশে থাকার ইচ্ছা পোষণ করে পারিবারিক বিবাদ মিটিয়ে দেয়ার জন্য মৃত্যুর পূর্বে হাবিব স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমাণ্য ব্যক্তিদের নিকট দারস্থ হয়েছিল । বুধবার (১৫ নভেম্বর) নিজ বাড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন জানান, পারিবারিক অশান্তির কারণে উক্ত ব্যক্তি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। এশা বাদ নতুনহাট ঈদগা ময়দানে মরহুমের যানাজা নামাজ শেষে দেবীপুর সরকারি গোরস্থানে দাফন সম্পন্ন হয়।