স্থানীয় সংবাদ

বন্ধুর সভায় হিজড়াদের বিনামূল্যে আইনী সহায়তা দেয়ার প্রতিশ্রুতি

স্টাফ রিপোর্টারঃ ইউএসআইডির সমতা প্রকল্পের সহযোগিতায় খুলনা বার এসোসিয়শনের আইনজীবীদের সাথে পরামর্শক সভার আয়োজন করে বন্ধু সোশ্যাল ওয়েল ফেয়ার সোসাইটি। শনিবার সকালে খুলনার একটি অভিজাত হোটেলে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। সভায় খুলনার ট্রান্সজেন্ডার, হিজড়া এবং লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর আইনি সহায়তা ও ন্যায় বিচারে প্রবেশাধিকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত আইনজীবীরা এই জনগোষ্ঠীকে বিনামূল্যে আইনি সেবা প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া যেকোন প্রয়োজনে হিজড়াদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সভায় উপস্থিত থেকে মতামত তুলে ধরেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার কো-অর্ডিনেটর এড. মোমিনুল ইসলাম, সিনিয়র আইনজীবী এড. দীপক কুমার হুই, বন্ধুর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার মোঃ মশিউর রহমান, বন্ধুর পাবলিক রিলেশন এন্ড ডকুমেন্টেশন বিভাগের ডেপুটি ম্যানেজার রুহুল রবিন খান, সিনিয়র ল’ ইয়ার এড. পপি ব্যানার্জী, ছিন্নমূল মানবকল্যাণ সোসাইটির প্রধান আবুল হোসেন, নক্ষত্র মানবকল্যাণ সংস্থা প্রধান পাখি দত্ত, প্রান্তজ ফাউন্ডেশনের প্রতিনিধি জাহিদুর রহমানসহ কমিউনিটি ভিত্তিক সংগঠনের প্রতিনিধিরা। সভায় লিঙ্গ বৈষম্য যাতে সমাজে না হয় সে ব্যাপারে এসব আইনজীবী পাশে থাকবেন বলে মতামত পেশ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button