স্থানীয় সংবাদ
খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানসহ গ্রেফতার-৪
আটরা গিলাতলা প্রতিনিধি ঃ নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বাতিল ও আজ রবিবার থেকে বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতাল সফলের লক্ষে মিছিলের প্রস্তুতিকালে খানজাহান আলী থানা বিএনপির আহবায়ক কাজী মিজানুর রহমান সহ ৪ নেতাকর্মিকে গ্রেফতার করেছে খানজাহান আলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন খানজাহান আলী থানা বিএনপির আহব্বায়ক কাজী মিজানুর রহমান, থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক শেখ বিল্লাল হোসেন, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহব্বায়ক মোঃ জাহাঙ্গীর হোসেন খোকা এবং বিএনপি কর্মী মোঃ রেজাউল গাজী। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান আটককৃতদের মধ্যে কাজী মিজান ও বিল্লাল হোসেন এর বিরুদ্ধে আড়ংঘাটা থানার ট্রাকে অগ্নিসংযোগের মামলা রয়েছে। তারা একত্রিত হয়ে বাদামতলা এলাকায় মিছিলের চেষ্টাকালে সেখান থেকে তাদেরকে আটক করা হয়।