শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান পুনরায় খুলনা ৩ আসনের আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করলেন
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে খুলনা-৩(খানজাহান আলী, দৌলতপুর ও খালিশপুর) আসনের আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি। গতকাল রবিবার দুপুরে বেগম মন্নুজান সুফিয়ান এমপির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন শ্রম প্রতিমন্ত্রীর এপিএস ও কেসিসি ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মো. শাহাবুদ্দিন আহমেদ। এ সময় খানজাহান আলী থানা যুবলীগের আহবায়ক ও যোগিপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদুর রহমান লিংকন, কুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি রুদ্রনীল সিংহ শুভ, সাধারন সম্পাদক একেএম নিবিড় রেজাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃতৃন্দ উপস্থিত ছিলেন। বেগম মন্নুজান সুফিয়ান এমপি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি ১৯৮৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় শ্রমিকলীগের সহ-সভাপতির দায়িত্ব ও পালন করেন বেগম মন্নুজান সুফিয়ান এমপি। এছাড়া তিনি দেশের ৪২টি ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে। বেগম মন্নুজান সুফিয়ান খুলনা-৩ আসন থেকে ২০০৮, ২০১৪ এবং ২০১৮ মেয়াদে তিন বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এবং ৭ম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি নির্বাচিত হন। সে সময়ে তিনি পাট ও বস্ত্রমন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন। বেগম মন্নুজান সুফিয়ান এম পি ২০০৯, ২০১৪ এবং ২০১৮ মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বর্তমান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি ১৯৫৩ সালে খুলনার দিঘলিয়ার এক স¤্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামী আবু সুফিয়ান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখায় তাকে বীর খেতাবে ভূষিত করা হয়। বেগম মন্নুজান সুফিয়ান এমপি ১৯৬৮ সালে খুলনা মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করে। বেগম মুন্নুজান সুফিয়ান এমপি পেশায় একজন গৃহিনী তিনি তৃণমূলের শ্রমিক নেতৃত্ব থেকে আজকের এই অস্থানে উঠে এসেছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি খুলনা ৩(খানজাহান আলী, দৌলতপুর এবং খালিশপুর) আসন থেকে পুনরায় আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।