স্থানীয় সংবাদ
নৌকার পক্ষে মনোনয়ন ফরম জমা দিলেন আ’লীগ নেতা হিটলু

খবর বিজ্ঞপ্তি ঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার পক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শেখ ফারুক হাসান হিটলু। রোববার বেলা ১১ টায় ফরম জমা দেন তিনি। এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দুপুর ২ টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। তিনি আওয়ামীলীগের দূঃসময়ের একজন কর্মী বান্ধব সাবেক ছাত্রনেতা হিসেবে বেশ পরিচিত মুখ। তিনি খুলনা-০৩ আসনে নৌকা মার্কার মনোনয়ন জমা দেন ।