স্থানীয় সংবাদ

দেশব্যাপী চলমান হরতালে খুলনাবাসী নিরাপত্তায় কেএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার : বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল কর্তৃক ডাকা দেশব্যাপী চলমান হরতালে খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থা সরেজমিনে তদারকি করেন কেএমপি’র কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা। রবিবার ভোর হতেই অন্যান্য দিনের মতই নগরীরবাসীর জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। খুলনা মহানগরীর বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও নৌ ঘাট থেকে সকল প্রকারের যান যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পুলিশ কমিশনারের নিবিড় তদারকিতে নগরীর নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থায় জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন। কেএমপি’র পুলিশ কমিশনার স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে নিয়ে ফুলবাড়িগেট, নতুনবাজার, পথেরবাজার, আফিলগেট, নতুনরাস্তা, মোস্তফার মোড়, জিরোপয়েন্ট, সোনাডাঙ্গা বাস টার্মিনালসহ শহরের বিভিন্ন অলি গলি সরেজমিনে পরিদর্শন করেন এবং নিরাপত্তা ডিউটি পোস্ট গুলো তদারকি করেন। তিনি এ সময় যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনের চালক-যাত্রী, পথচারী এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন। সর্বোচ্চ সর্তক থেকে জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য সংশ্লিষ্ট সকলকে অন্তরিকভাবে দায়িত্ব পালনের দিকনির্দশনা প্রদান করেন। যেকোন দুর্ভোগ ও নাশকতা মোকাবেলায় এবং জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ গণমানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (সোয়াট) মোঃ মারুফাত হুসাইন, সহকারি পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মোঃ আবু নাসের আল-আমিন-সহ দায়িত্বরত পুলিশ অফিসারবৃন্দ ও ফোর্স উপস্থিত ছিলেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button