বাম গনতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে পুলিশের গ্রেপ্তার

খবর বিজ্ঞপ্তি : অবৈধ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৯ নভেম্বর বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার নগরীতে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে পুলিশ অতর্কিত বাংলাদেশের সমাজতান্ত্রিক দলÑবাসদ জেলা আহ্বায়ক জনার্দন দত্ত নাণ্টু, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় সদস্য ও খুলনা জেলা সভাপতি ধীমান বিশ্বাস, জেলা অর্থ সম্পাদক ভবেশ রায়কে গ্রেপ্তার করে। পরবর্তীতে বাম গণতান্ত্রিক জোট খুলনা জেলা শাখার নেতৃবৃন্দের হস্তক্ষেপে তাদের মুক্তি দেয়া হয়। উক্ত মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লোয়ার যশোর রোডস্থ শপিং কমপ্লেক্স-এর সামনে অনুষ্ঠিত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা কমিটির সাধারণ সম্পাদক এস এ রশীদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) খুলনা মহানগর সভাপতি মিজানুর রহমান বাবু, বিপ্লবী কমিউনিস্ট লীগ সম্পাদকম-লীর সদস্য মোজাম্মেল হক খান, বাসদ জেলা কমিটির সদস্য সচিব কোহিনুর আক্তার কণা, সদস্য আব্দুল করিম, সিপিবি জেলা সম্পাদকম-লীর সদস্য এড. এম এম রহুল আমিন, বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা সদস্য মোস্তফা খালিদ খসরু, আনিসুর রহমান মিঠ,ু দেলোয়ার হোসেন, সিপিবি খুলনা মহানগর সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, সম্পাদকম-লীর সদস্য রঙ্গলাল মৃধা, সদর থানা সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, সোনাডাঙ্গা থানা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সাধারণ সম্পাদক অধ্যাপক সঞ্জয় সাহা, খালিশপুর থানা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রাসেল, মহানগর যুব ইউনিয়ন সভাপতি আফজাল হোসেন রাজু, জেলা সাধারণ সম্পাদক মৌফারশের আলম লেনিন প্রমুখ। বক্তারা বলেন, নির্বাচন তফসিল বাতিল করে নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।