স্থানীয় সংবাদ

শিশুশ্রম সংক্রান্ত আইনের যথাযথ বাস্তবায়ন ও করণীয় বিষয়ক সভা

তালা প্রতিনিধি ঃ শিশুশ্রম সংক্রান্ত আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন এবং করণীয় বিষয়ক সভা সোমবার (২০ নভেম্বর) সকালে উত্তরণের বাস্তবায়নে, দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুম আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাঈদ-উজ-জামান সাঈদ। অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এডুকো বাংলাদেশের ডিআরআর সমন্বয়কারী মথি মন্ডল, যুবউন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহিন হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, পরিসংখ্যান কর্মকর্তা মো. আমজাদ হোসেন, ফরেষ্ট রেঞ্জার মো. ফজলুল হক, ওসিসি পিও প্রনব বিশ্বাস, সাতক্ষীরা জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাড. মনিরুদ্দিন, অ্যাড. সাকিবুর রহমান বাবলা, শ্রমিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দ্বীনেশ চন্দ্র ম-ল, উত্তরণ কর্মকর্তা মো. আমিনুর রহমান, জি এম মাসুদ রানা,অলোক পাল, মো. আনিছুর রহমানসহ সমমনা সংগঠন, ইউনিয়ন পরিষদ সদস্য, কাশিমাড়ী, বুড়িগোয়ালিনি, মুন্সিগঞ্জ, গাবুরা ব্রিজ স্কুলের শিশু, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও কর্ম-মালিকগণ।
উক্ত সভায় শিশুশ্রমের বিষয়ে বিভিন্ন সময়ে সরকারের নির্ধারিত আইন ও নীতিমালার বিষয়ে আলোচনা করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button