স্থানীয় সংবাদ
পাইকগাছায় নাশকতা মামলায় বিএনপির ৪ নেতা গ্রেফতার
পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় নাশকতা মামলায় উপজেলা বিএনপির সহসভাপতি ও ইউপি সদস্য সহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলা বি এনপির সহসভাপতি আসলাম পারভেজ (৫২), গদাইপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সদস্য গদাইপুর ইউনিয়ন বি এনপির সাংগঠনিক সম্পাদক আবু হাসান (৪০), কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি থেকে বিএনপির সদস্য জুয়েল মীর (২৮), লিটন গাজী (৩৩)। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গত ৫ নভেম্বর রাতে উপজেলার কাশিমনগর এলাকায় জামাত বিএনপির নামে নাশকতা মামলা সন্দিগ্ধ আসামি হিসাবে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।