খুলনা মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের তৎপরতা

দেশব্যাপী চলমান হরতাল
স্টাফ রিপোর্টার ঃ ২০ নভেম্বর সোমবার বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দল কর্তৃক ডাকা দেশব্যাপী চলমান হরতালে খুলনা মহানগরী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক নিরাপত্তামূলক পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবার নির্দেশনা ও প্রত্যক্ষ তদারকিতে গৃহীত নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থার ফলে জনজীবনের দৈনন্দিন কার্যক্রমের স্বাভাবিকতা পরিলক্ষিত হয়। অন্যান্য দিনের মতই সোমবার ভোর হতেই নগরীরবাসীর জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। খুলনা মহানগরীর বাস স্ট্যান্ড, রেল স্টেশন ও নৌ ঘাট থেকে সকল প্রকারের যান যথাসময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা সকল ধরনের যান খুলনা মহানগরীতে এসে পৌঁছায়। স্কুল-কলেজ এবং অফিস-আদালতে স্বভাবিক ছিল গমনাগমন। অনাকাঙ্খিত ঘটনা এড়াতে এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুলনা মেট্রোপলিটন পুলিশের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মত। পুলিশ কমিশনারের নিবিড় তদারকিতে নগরীর নিরাপত্তামূলক পুলিশি ব্যবস্থায় জীবনযাত্রার স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারায় সন্তোষ প্রকাশ করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুলনা মেট্রোপলিটন পুলিশের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন। জনজীবন স্বাভাবিক রাখতে এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কেএমপি’র পুলিশ কমিশনার সর্বোচ্চ সর্তক থেকে সংশ্লিষ্ট সকল অফিসার-ফোর্সকে অন্তরিকভাবে দায়িত্ব পালনের দিকনির্দশনা প্রদান করেন। যেকোন দুর্ভোগ ও নাশকতা মোকাবেলায় এবং জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে খুলনা মেট্রোপলিটন পুলিশ গণমানুষের পাশে থাকতে বদ্ধপরিকর।