স্থানীয় সংবাদ

খুবির ১০ শিক্ষার্থী’র ওপর শাস্তির খড়গ, ৩ জনকে জরিমানা ও দুই টার্ম বহিস্কার

সহপাঠীদের গালিগালাজ ও মাদকসেবনের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ বিনা কারণে ও তুচ্ছ ঘটনায় সহপাঠীদের অকথ্য ভাষায় গালিগালাজ, মাদকদ্রব্য সেবন, গভীর রাত পর্যন্ত ছেলে-মেয়েদের মাঠে আটকে রেখে গালিগালাজ এবং ব্যাচ হিসাবে বিচ্ছিন্ন করার হুমকি প্রদানসহ বিভিন্ন অভিযোগে খুলনা বিশ^বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীকে জরিমানাসহ শাস্তি প্রদান করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে তিনজনকে জরিমানা ও দুই টার্মের জন্য বিশ^বিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। গত ১৫ নভেম্বর বিশ^বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ শাস্তিমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে মঙ্গলবার এ তথ্য প্রকাশ পায়। বিশ^বিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বিষয়টি নিশ্চিত করেছেন। শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, ফার্মেসি ডিসিপ্লিনের সাইফ নেওয়াজ, মো. সুমন রহমান, সানজিদা আফরিন ময়ূরী, মো. নূর আলম, মো. বনি আমিন, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের মুহাম্মদ জারিফ, হিজবুল্লাহ তামিম এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা (নগ্রাপ) শিক্ষার্থ মো. কবিরুল ইসলাম বিন্দু, সন্দীপ পাল ও মোজতাবা ফাহিম। এদের মধ্যে সাইফ নেওয়াজকে ২০ হাজার টাকা, সুমন রহমানকে ৫ হাজার টাকা, সানজিদা আফরিন ময়ূরীকে ১৫ হাজার টাকা, নূর আলমকে ১৫ হাজার টাকা, বনি আমিনকে ৫ হাজার টাকা জরিমানা এবং মুহাম্মদ জারিফকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ তৃতীয় বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ^বিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিস্কার ও ১০ হাজার টাকা জরিমানা এবং মাদকদ্রব্য সেবনের অভিযোগে মো. কবিরুল ইসলাম বিন্দুকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ^বিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিস্কার ও ১০ হাজার টাকা জরিমানা, সন্দীপ পালকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ^বিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিস্কার ও ১০ হাজার টাকা জরিমানা ও মোজতাবা ফাহিমকে পরবর্তী দুই টার্ম অর্থাৎ চতুর্ষ বর্ষের প্রথম ও দ্বিতীয় টার্মের জন্য বিশ^বিদ্যালয় থেকে দুই বছরের জন্য বহিস্কার ও ১০ হাজার টাকা জরিমানা ও হিজবুল্লাহ তামিমকে সতর্ক করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এ বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের আচরণ শৃঙ্খলা অধ্যাদেশ পরিপন্থি কোনো কাজে লিপ্ত হবে না মর্মে- প্রত্যেকে আগামী এক মাসের মধ্যে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ অভিভাবকদের উপস্থিতিতে প্রদানের নির্দেশ করা হয়েছে। এ ব্যাপারে খুলনা বিশ^বিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক মো. শরীফ হাসান লিমন বলেন, বিভিন্ন অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে উক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে শাস্তির বিষয়ে নিয়মানুযায়ী একাডেমিক কাউন্সিলে আপিল করা যাবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button