কয়রায় সাংবাদিককে হুমকি, থানায় জিডি
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিদিন পত্রিকার কয়রা প্রতিনিধি ও ক্রাইম নিউজ ২৪ পত্রিকার খুলনা জেলার বিশেষ প্রতিনিধি শেখ জাহাঙ্গীর কবির টুলুকে প্রকাশ্যে খুন জখমের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। উপজেলার ২নং কয়রা গ্রামের সোহরাব ও তার লোকজন এ হুমকি প্রদান করেন। জানা গেছে গত ১৮ নভেম্বর দৈনিক ক্রাইম ২৪ পত্রিকায় কয়রায় সুন্দরবনের চিহ্নত জলদস্যু বাহিনী ভোল পাল্টে চালাচ্ছে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড এলাকাবাসী আতঙ্কিত শিরোনাম একটি সংবাদ প্রকাশিত হয়। ঐ সংবাদের জের ধরে সাংবাদিককে হাত পা ভেঙে ফেলার হুমকি দেয় ঐ দুর্বৃত্তরা। এতে তারা ক্ষ্যন্ত হয়নি। তারা গত ১৮ নভেম্বর সাংবাদিকের স্ত্রী রওশনারাকে উদ্দেশ্যে করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং বলে তোর স্বামীকে পেলে হাত পা ভেঙে দেবো। বর্তমান ঐ দুর্বুত্তদের তান্ডবে সাংবাদিক পরিবারটি খুবই আতঙ্কের মধ্যে জীবন যাপন করছে। নিরুপায় হয়ে সাংবাদিক জাহাঙ্গীর কবির টুলুর স্ত্রী রওশনারা আক্তার তাদের পরীবারের নিরাপত্তা চেয়ে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং-৮৭০ তাং ২১/১১/২৩ ইং। এ ব্যাপারে উক্ত ডায়েরির তদন্ত কর্মকর্তা এস আই বাবুন চন্দ্র বিশ্বাস বলেন বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।