স্থানীয় সংবাদ

বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ উপলক্ষে নগরীতে র‌্যালী

স্টাফ রিপোর্টারঃ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশ বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ ২০২৩ উদযাপন করা হচ্ছে। যার এ বছরের প্রতিপাদ্য “একসাথে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ”। ইমার্জেন্সি সেন্টার ফর ট্রান্সবাউন্ডারি অ্যানিমেল ডিজিজেস (একটাড) প্রোগ্রামের কারিগরি সহায়তা এবং ইউএসএইড ও ফ্লেমিং ফান্ড ইউকে-এর আর্থিক সহায়তায় সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ২২ নভেম্বর খুলনায় তিন দিন ব্যাপি খামারি প্রশিক্ষণের অংশ হিসেবে এফএও, প্রাণিসম্পদ অধিদপ্তর, সি এস এস আভা সেন্টারের যৌথ উদ্যোগে র‌্যালি আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২০ জন খামারি এই র‌্যালিতে অংশগ্রহণ করে এবং সকলে মিলে শপথ গ্রহন করে। বিশ্বব্যাপী প্রতি বছর ১৮-২৪ নভেম্বর বিশ্ব এএমআর সচেতনতা সপ্তাহ পালিত হয়। সত্যিকার অর্থে এএমআর-এর বিরুদ্ধে লড়াই একটি বৈশ্বিক প্রচেষ্টা এবং ওয়ান হেলথ উদ্যোগের মাধ্যমেই এর সমাধান করতে হবে। এটি একটি সমন্বিত প্রক্রিয়া যার লক্ষ্য টেকসই ভারসাম্য বজায় রাখা এবং মানব ও প্রাণীর স্বাস্থ্যকে সমন্বিত করা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button