নৈহাটি ও ফুলতলা বিএনপি’র নেতা-কর্মি আটকের নিন্দা জেলা বিএনপি’র

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ আমিরুল ইসলাম তারেককে গতকাল সন্ধ্যায় বিনাওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ। আবার বুধবার দুপুরে নিকট আত্মীয়দের দেখে বের হবার সময় জেলা কারাগারের সামনে থেকে ফুলতলা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ ফয়সাল হোসেনকে তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ। এছাড়া জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীদের বাসায় পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। নিরীহ-নিরাপরাদ মানুষকে ধরে আওয়ামী প্রেসক্রিপশনে পুলিশের মিথ্যা-কল্প কাহিনীর গায়েবী মামলায় গ্রেফতার দেখানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আইন-আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে অপব্যবহারে আওয়ামী ঘৃণ্য ষড়যন্ত্র বন্ধ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শেখ আবু হোসেন বাবু ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।