ফকিরহাটের পল্লীতে গৃহবধূ ধর্ষণ : লম্পট গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ঘনশ্যামপুর এলাকায় একজন গৃহবধু(২৮) ধর্ষনের স্বীকার হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনার খবর পেয়ে স্থানীয় শুভদিয়া ক্যাম্পের পুলিশ অভিযান চালিয়ে রাতেই লম্পট কামাল ফকির(৪৬) কে গ্রেফতার করেছে। কামাল ফকির ঘনশ্যামপুর গ্রামের মৃত রুস্তুম আলী ফকিরের ছেলে। ভিকটিম ও তার পরিবার জানায়, প্রতিবেশী কামাল ফকির বেশ কিছুদিন ধরে ওই গৃহবধু কে কু-প্রস্তাব দিয়ে আসছে। কু-প্রস্তাবে সাড়া না দেয়ায় কামাল ফকির সুযোগ বুঝে ওই গৃহবধুকে মঙ্গলবার সন্ধ্যায় বসতঘরে একা পেয়ে ঘরে ঢুকে জোরপুর্বক ধর্ষন করে। এ সময় লোকজন টের পেয়ে দ্রুত এগিয়ে আসলে লম্পট কামাল ফকির ওই ঘর থেকে বের হয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় শুভদিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে এসে ঘটনা জেনে রাতেই অভিযান চালিয়ে কামাল ফকির কে গ্রেফতার করে। এ বিষয়ে ফকিরহাট থানার ওসি মোঃ আশরাফুল আলম বুধবার সকালে জানান, গৃহবধুকে ধর্ষনের ঘটনায় কামাল ফকির নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। ভিকটিম গৃহবধুর ডাক্তারি পরিক্ষার জন্য বুধবার সকালেই বাগেরহাট জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।