স্থানীয় সংবাদ
সাতক্ষীরায় পুলিশের এক উপ-পরিদর্শকের আত্মহত্যা

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা পুলিশ লাইনে সদ্য যোগদানকারী এক উপ-পরিদর্শক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনের ব্যারাকের দোতালায় একটি ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। আত্মহননকারী পুলিশের উপ-পরিদর্শকের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইনে যোগদান করেন। সাতক্ষীরা পুলিশ লাইনের আর.ও লিটন বিষয়টি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।