স্থানীয় সংবাদ
শ্রম প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি

তথ্য বিবরণী : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দুই দিনের সফরে ২৫ নভেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৫ নভেম্বর বিকাল তিনটায় খুলনা দৌলতপুর মতিয়ার রহমান অডিটোরিয়ামে দৌলতপুর থানা আওয়ামী লীগের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় এবং মাগরিব বাদ খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে খালিশপুর থানা আওয়ামী লীগের ৭, ৮ ও ১০ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় যোগদান করবেন। তিনি ২৬ নভেম্বর তিনটায় খুলনা মহেশ^পাশা ক্লাব অডিটোরিয়ামে দৌলতপুর থানা আওয়ামী লীগের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় এবং মাগরিব বাদ খালিশপুর সরকারি মহসিন কলেজ অডিটোরিয়ামে খালিশপুর থানা আওয়ামী লীগের ১১, ১২ ও ১৩ নম্বর ওয়ার্ডের বিশেষ মতবিনিময় সভায় যোগদান করবেন। রাতে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।