স্থানীয় সংবাদ

শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

স্টাফ রিপোর্টার : বিক্রয় ও বিতরন বিভাগ-৪, ওজোপাডিকো লিঃ, খুলনার আওতাধীন ১১ কেভি নিরালা ফিডার, ১১ কেভি দরগা, ১১ কেভি গুলশানবাগ, ১১ কেভি জিরো পয়েন্ট ফিডার, ১১ কেভি বেসিকো ফিডারের উভয় পার্শ্বের জরুরী সংরক্ষন কাজের জন্য এর আওতাধীন এলাকায় শনিবার (২৫ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওই দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত সময়ে নিরালা ফিডার, দরগা ফিডার, গুলশানবাগ ফিডার, জিরো পয়েন্ট ফিডার, বাংলাদেশ স্মার্ট ইলেকট্রিক্যাল কোম্পানী লিঃ, খুলনা ফিডারের আওতাধীন এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এলাকাসমূহ হচ্ছে, মোহাম্মদনগর, জিরোপয়েন্ট, গল্লামারী, ইসলামনগর, আরাফাত আ/এ, বিহারী কলোনী মোড়, বসুপাড়া এতিম খানার মোড়, পুরাতন গল্লামাারী, নিরালা মেইন রোড মোড়, নাজিরঘাট, ইউনির্ভাসিটি, বনলতা আ/এ, আজাদ লন্ড্রী, ইউনির্ভাসিটির আশপাশ এলাকা, আমতলা ও নির্বাচন অফিস শেরে বাংলা রোড এবং আশপাশের এলাকাসমূহ, দরগা ৩নং রোড, দরগা ব্রীজ, বালুর মাঠ, কাশেম নগর- ৪,৫,৩,২,১, আলকাতরা মিল, শিশু পল্লী, নির্জন-২,১. নিরালা-১৭, ১৮, ১৯, ১২, ১৪, ৭, ৬, ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১০, ১১, ১৩। ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২,১৩,১৪,১৭,১৮,১৯। দরগা চৌরাস্তা, কাশেমিয়া মসজিদ, মেজরের মোড়, আল- আকসা মসজিদ রোড, গুলশান বাগ, ইসলামবাগ, সবুজ বাগ, মদিনাবাগ, প্রত্যাশা-আ/এ, নিরালা- ২৩, ২৫, ২৪, ২৬, ২৭, ২০, ২১, ২২, প্রান্তিকা-১,২ আ/এ, ব্রীজ হরিণাবাগ, রিয়াবাজার, ফজলুলবাড়ী স্কুল, হাওড়াব্রীজ, লিটন মেম্বারের গলি, ওমর ফারচক মসজিদ, ব্যাংকাস কলোনী, বাগমারা স্কুল, মন্দির, মসজিদ গলি, নির্বাহী প্রকৌশলী, ওয়াজেদ সাহেবের বাড়ী পর্যন্ত। জিরোপয়েন্ট, আরাফাত আ/এ, বনলতা আ/এ, ইসলামনগর, জয় বাংলার মোড়, আরাফাত আ/এ, ময়ূর ব্রীজ এর আশপাশ এলাকা সমূহ। বাংলাদেশ ইলেকট্রিক্যাল কোম্পানী লিঃ, খুলনা এলাকা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button