পিরোজপুরে নৈশ প্রহরীর হাত পা বেঁধে ব্যাংক ডাকাতির চেষ্টা

পিরোজপুর প্রতিনিধি ঃ পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে কৃষি ব্যাংকের নৈশ প্রহরির হাত পা বেঁধে অর্থ লুটের চেষ্টা করেছে একটি ডাকাত দল । গতকাল বৃহস্পতিবার ভোর রাতে পিরোজপুর-পাড়েরহাট সড়কের পাশে শংকরপাশা ইউনিয়ন পরিষদের কাছে অবস্থিত ব্যাংকে এ ঘটনা ঘটে। এ সময় ৫-৬ জনের একটি ডাকাত দল জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ব্যাংকে থাকা টাকা লুটের চেষ্টা করে। কিন্তু ব্যাংকের ভল্ট ভাঙতে না পাড়ায় তাদের এ চেষ্টা ব্যর্থ হয়। তবে ঘটনাস্থল ত্যাগ করার সময় ব্যাংকের ভিতর থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে সেখান থেকে সটকে পড়ে তারা। স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটার দিকে ব্যাংকটির গ্রিল কেটে ভিতরে প্রবেশের পর একমাত্র নৈশ প্রহরী শফিকুল ইসলামকে বেঁধে ফেলে ডাকাত দলটির সদস্যরা। এ সময় তারা ব্যাংকের ভিতরে থাকা বিভিন্ন ডেস্ক ও আলমারির ড্রয়ার খুলে তছনছ করে। পরবর্তীতে ব্যাংকের ভল্ট ভাঙতে না পেরে, সেখান থেকে সটকে পড়ে তারা। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, অল্প কিছু ক্ষতি হলেও ভল্ট থেকে কোন অর্থ খোয়া যায়নি। বাংলাদেশ কৃষি ব্যাংক, শংকর পাশা শাখার ব্যবস্থাপক শ্যামল ভট্টাচার্য্য জানান আনুমানিক রাত ৩.৩০ মিনিটের দিকে তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, এ সময় টহলরত পুলিশর কর্মকর্তা আনিসুর রহমান তাকে ফোন করলে বিষয়টি জানতে পেরে ব্যাংকে চলে আসেন। ডাকাতরা কয়েকটি তালা ও ড্রয়ার ভেঙ্গে ফেলে, নিরাপত্তা কর্মীর হাত, পা ও মুখ বেধে রাখে। সে অনেক চেষ্টা করে মুখের বাধন খুলে ফেলে ডাক চিৎকার দিলে এলাকাবাসী ঘটনা স্থলে আসে এর টের পেয়ে ডাকাতরা স্থান ত্যাগ করে। এদিকে খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নৈশ প্রহরী শফিকুল ইসলামকে থানায় নিয়ে আসে। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবির মোঃ হাসান জানান, ব্যাংক থেকে দুর্বৃত্তরা কোন অর্থ নিতে পারেনি। নৈশ প্রহরী শফিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে । বিষয়টি তদন্ত করে পরবর্তী আইানগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ব্যাপারে পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি।