স্থানীয় সংবাদ

পিরোজপুরে প্রায় দেড় হাজার টন ডাল নিয়ে জাহাজ অর্ধ নিমজ্জিত

পিরোজপুর প্রতিনিধি ঃ এম ভি স্কাই নামের মুশুরী ডাল বোঝাই একটি জাহাজ রূপসা-১ নামের অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ ঘটে। এতে এম ভি স্কাই জাহাজের তলা ফেটে যায়। ঝালকাঠি গাবখান চ্যানেলে গত বুধবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। জাহাজ কর্তৃপক্ষের থেকে জানা গেছে, মুশুরী ডাল বোঝাই এ জাহাজটি চট্টগ্রাম থেকে যশোরের নোয়াপাড়া যাচ্ছিল। বরিশাল থেকে ছেড়ে ঝালকাঠির গাবখান নদীতে এলে রাত ১২টার দিকে রূপসা-১ নামের অন্য একটি জাহাজের সাথে সংঘর্ষ ঘটে। এ সময় এম ভি স্কাই নামের ওই জাহাজটি কিছুদুর আসার পরে জাহাজে দায়িত্বপ্রাপ্তরা বুঝতে পারে যে তাদের জাহাজের তলা ফেটে গেছে। পরে অর্ধ নিমজ্জিত অবস্থায় জাহাজটি পিরোজপুরের কাউখালী সন্ধ্যা নদীর লঞ্চ ঘাট এলাকায় নদীতে থেমে থাকা অন্য একটি জাহাজের সাথে এসে নোঙর করে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ ঘটনা স্থলে গিয়ে উদ্ধার অভিজান চালাতে গেলে জাহাজ কর্তৃপক্ষ উদ্ধার অভিযান চালাতে দেয়নি। পরে পিরোজপুরের জেলা প্রশাসন চট্টগ্রামে জাহাজের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। তারা জানান অন্য একটি মালবাহী জাহাজ ঘটনাস্থল গিয়ে ডাল উদ্ধার করবে। জানা গেছে জাহাজে এক হাজার চারশত টন মুশুরী ডাল রয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সজল মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রশাসন বলছে জাহাজটি যাতে ডুবে না যায় সে জন্য জাহাজটির দুই পাশে দুইটি জাহাজ দিয়ে ভাসিয়ে রাখা হয়েছে। পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান এমবি স্কাই জাহাজ দুর্ঘটনা কবলিত হয়েছে এবং এটার মধ্যে চৌদ্দশ মেট্রিক টন মসুর ডাল রয়েছে। আমরা ইতিমধ্যেই যারা এই মাল গ্রহণ করবে তাদের সাথে যোগাযোগ করেছি এবং যারা এটা পরিবহন করে নিয়ে যাচ্ছে তাদের সাথে যোগাযোগ করেছি। স্থানীয় প্রশাসনিক ভাবে আমরা যে ব্যবস্থা করেছি এটা যাতে এখনই ডুবে না যায়, দুই পাশে ২ টা বাশ দিয়ে ঠেক দিয়ে রেখেছি । এখন এটা খালাস করার বিষয়ে স্ব-স্ব কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি তাদের তারা ইতিমধ্যেই জানিয়েছে তারা তাদের জাহাজ পাঠাচ্ছে। সেই জাহাজ আসার সাথে সাথেই এখান থেকে মাল সরিয়ে অন্য জাহাজে নেয়া হবে। এই কর্তৃপক্ষের ডিসিসন ছাড়া এখানকার যারা মাস্টার সাহেব আছেন এই জাহাজের তারা কিন্তু আমাদেরকে ডিসিশন দিচ্ছে না। সবশেষ কথা, অন্য জাহাজ এলেই পণ্য স্থানান্তরের ব্যাপারে ও নিরাপত্তার ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত আছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষতিগ্রস্থ জাহাজটি থেকে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button