স্থানীয় সংবাদ

খুমেকের সহকারী অধ্যাপক ডা. খালেদ আর নেই

স্টাফ রিপোর্টার : খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী এন্ড অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. এস. এম. খালিদুজ্জামান মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। দ্রুত তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আনলে সেখানে সাড়ে ৮টায় তিনি শেষ নি:শ^াষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৪ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১কন্যা ও ১পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজে নিয়ে গেলে সহকর্মীরা ও ছাত্র-ছাত্রীরা কান্নায় ভেঙ্গে পরেন। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় তার মরদেহ শেষবারের মতো খুলনা মেডিকেল কলেজ প্রাঙ্গনে আনা হয়। সেখানে দুপুর ১টায় মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দীন উল-ইসলাম, উপাধ্যক্ষ ডা. মোঃ মেহেদী নেওয়াজ, খুমেক হাসপাতালের পরিচালকসহ সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে নিরালা তাবলীগ মসজিদে বাদ আছর তার ২য় জানাজার নামাজ শেষে নগরীর বসুপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন মহল শোক জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button