স্থানীয় সংবাদ

জলাবায়ু পরিবর্তন বাল্য বিবাহ নারী প্রজনন নিয়ে আইআরভির সভা

স্টাফ রিপোর্টারঃ আইআরভির মিডিয়া ফোরামের সভা শুক্রবার বিকেলে খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উইমেন চ্যাপ্টার ইন্টরন্যাশনালের জেন্ডার এক্সপার্ট ও বোর্ড মেম্বার মনজুন নাহার। অংশ নেন আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথিসহ ফোরামের সদস্যরা। সভায় লবণাক্ত পানির কারণে নারীরা প্রজনন ক্ষমতা হারাচ্ছে, কিশোরীদের মুখে বলি রেখা সৃষ্টি হচ্ছে, বলি রেখা থেকে বাঁচতে মেয়েরা বাল্য বিবাহে শিকার হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে মেয়েরা শুধু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে তা নয়, তারা নিরাপত্তাহীনতার মধ্যেও বসবাস করে। জলাবায়ু পরিবর্তনের কারণে একজন নারী সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়। ওই নারীর ঘরে থাকা কিশোরী মেয়েকে সামাজিক নিরাপত্তার অভাবের কারণে আগেভাগে বিয়ে দিতে হচ্ছে। এছাড়া কতিপয় বিবাহ রেজিস্টারদের নকল কাবননামায় বিয়ে দেয়ার প্রবনতা রয়েছে জলাবায়ু পরিবর্তন অঞ্চলে। এমন কি আদালতে কতিপয় আইনজীবীদের সহায়তায় কোর্ট মেরিজ নামে ভূয়া বিবাহে শিকার হচ্ছে এসব জনগোষ্ঠীর মানুষ। এসব বিষয় প্রতিবেদন করে সমাজ ও সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সচেতন করার অঙ্গীকার ব্যক্ত করেন মিডিয়া ফোরামের সদস্যরা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button