স্থানীয় সংবাদ

হরতাল ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ২৮নং ওয়ার্ড শ্র’লীগের বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি : দেশব্যাপী হরতাল, অবরোধের নামে বিএনপি-জামায়াতের হত্যা, নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাস এর প্রতিবাদে ২৮নং ওয়ার্ড শ্রমিক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন ওয়ার্ড শ্র’লীগের সভাপতি শেখ মাহাবুব হোসেন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক সলেমান সিকদার। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন নগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। বিশেষ অতিথী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: আজম খান। মিছিল শেষে প্রধান অতিথী আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল’কে স্বাগত জানিয়ে বলেন, দেশের মানুষ যখন শান্তি ও স্বস্তিতে, তখনই আবার রাস্তায় নেমেছে অগ্নিসন্ত্রাস নিয়ে অশান্তি সৃষ্টি করতে। এই অপশক্তির হাত থেকে দেশের মানুষকে বাঁচাতে হবে। মানুষকে পুড়িয়ে মেরে কিছুই অর্জণ করা যায় না, বাংলার মাটিতে অঙ্গিসংযোগকারী ও জঙ্গিদের কোন স্থান নেই। তাদেরকে প্রতিহত করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বাধীনতার প্রতীক নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে হবে। উক্ত সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি মল্লিক নওশের আলী, মো: এজাজ আহমেদ, কিংকর সাহা, মো: হুমায়ুন কবির, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, কাজী রফিকুল বারী, অলোক শীল, মাহাবুব, দিলীপ রায়, মো: রেজাউল করিম, হাবিবুর রহমান সেন্টু, আলমগীর হোসেন, মো: বাদল, মো: ইউসুফ খা, মো: শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, সেলিম খান, শাকিল আহমেদ, মনিরা বেগম, সোনিয়া বেগম, মোমেনা বেগম, নার্গিস বেগম, ডালিম, আলিম, বুরান, আউয়াল, তারিকুল ইসলাম, মুক্ত’সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button