যশোরে পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ সন্ত্রাসী জিতু গ্রেফতার
যশোর ব্যুরো : গভীর রাতে দেশীয় তৈরী পাইপগান ও দুই রাউন্ড গুলিসহ শরিফুল ইসলাম জিতু নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় কোতয়ালি থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
সদর পুলিশ ফাঁড়ী সূত্রে জানাগেছে, ওই ফাঁড়ীর এক এসআইসহ একদল পুলিশ শুক্রবার দিবাগত গভীর রাত আড়াইটার সময় শহরের বড় বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে খবর পান শহরের ঢাকা রোডস্থ বাংলাদেশ টেকনিক্যাল কলেজ (বিটিসি) এর সামনে পাকা রাস্তার উপর একজন ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে। খবরের ভিত্তিতে রাত পৌনে ৩ টার পর সেখানে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টার এক পর্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করার এক পর্যায় সে স্বীকার করে তার কাছে অবৈধ অস্ত্র গুলি আছে। তখন তার পরিরিহত প্যান্টের ডান কোমরে গোজা অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপগান ও প্যান্টের ডান পকেটে থাকা ২ রাউন্ড গুলি উদ্ধার করে। পরে তাকে নিয়ে কোতয়ালি থানায় এসে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। শনিবার ২৫ নভেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।