এস এম কামালের মনোনয়ন প্রাপ্তিতে দৌলতপুরে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ঃ আসন্ন ২০২৪ সালের ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল চুড়ান্ত মনোনয়ন দেওয়ায় রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় কেসিসি’র ৪নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম রব্বানী টিপুর নেতৃত্বে এক বিশাল আনন্দ মিছিল বের হয়। মিছিলটি দৌলতপুরস্হ মুহসীন মোড়, দেয়ানা,পাবলা, নতুন রাস্তারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দেয়ান উত্তর পাড়ায় এক পথো সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে তিনি খুলনা-৩ আসনে নৌকার প্রার্থী হিসেবে এস এম কামাল কে মনোনয়ন দেওয়ায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী, দেশরতœ শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। মিছিলের পরে শতশত মটোর সাইকেল নিয়ে ও পটকা ফুটিয়ে আনন্দ উল্লাস করেন দলীয় নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন নজরুল ইসলাম, মনিরুল, হাসান আল বান্না, রিয়াজুল ইসলাম, তাফরি, বাতেন, তানভীর, তামিম,লিটন,গালিব , খালিদ হোসেন লিটু, ইমন জন, আব্দুর মান্নান শেখ, মোল্লা তৈহিদ, মো: : আনছার শেখ,মো: শহিদুল ইসলাম, মো: আসলাম শেখ, মো: মোল্লা রউফ, মো: শাহাবুদ্দিন হিরণ, মো: আনারুল ইসলাম, মো: তাবু শেখ, মো: কাউছার মো: নাজির শেখ, মো: আছাদ মোল্লা, তুহিন মোল্লা, মো: রাজু, মো: আজিম শেখ,মো: ইমামুল ইসলাম ইমা,মো: কালাম শেখ, মো: ইউনুস শেখ,মো: বাবু সরদার, হানিফ, সোহেল, রবি, পান্নু শেখ, জলিল, সেলিম মোহরি, জুয়েল, মিন্টু, কুট্রি, আসাদ, ইকরাম মোল্লা, রানা গাজী,শাহিন মোল্লা , আবু তালেব মোল্লা, চুন্নু, পান্নু, মিজান, ইব্রাহিম, আরিফ, হান্নান, সালাম, মহিদুল, ইয়াছিন, আরমান, ইকলাচ শেখ, শিমুল, সেতু, টুটুল, মুকুল, নাছিম, রবি, এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ, মুরোব্বীগন ও শতশত মহিলা নেত্রী। অপরদিকে খুলনা-৩ আসনের সংসদ ও শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান কে মনোনয়ন না দেওয়ায় তার পক্ষের সমর্থকরা খুলনা যশোর মহাসড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে ক্ষোভ প্রকাশ করে। এতে করে খুলনা যশোর মহাসড়কের কয়েকটি স্থানে সাময়িকভাবে যান চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে বলে জানা গেছে।