স্থানীয় সংবাদ

দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন :

খুলনায় বাদ পড়লেন মন্নুজান, পঞ্চানন ও আক্তারুজ্জামান বাবু
নতুন মুখ এস এম কামাল, ননী গোপাল ও রশিদুজ্জামান

স্টাফ রিপোর্টার : খুলনার ৬টি সংসদীয় আসনের ৩টিতে দলীয় মনোনয়নে পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বাকি ৩টিতে বর্তমান সংসদ সদস্যদের বহাল রাখা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনের তফসিল ঘোষণার পর চারদিনে ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এরপর প্রার্থী চূড়ান্ত করতে কয়েক দফা মনোনয়ন বোর্ডের বৈঠক হয়। পরে আজ দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় সভা করেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। খুলনার ছয়টি আসনে মনোনয়ন পেলেন যারা : খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে নতুন মুখ হিসেবে সাবেক সংসদ সদস্য ননি গোপাল মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাদ পড়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়েছে। খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান। খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বহাল রয়েছেন। তবে বাদ পড়েছেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশিদুজ্জামান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button