স্থানীয় সংবাদ

কেএমপি কমিশনার ও কর্মকর্তাদের সঙ্গে খুলনা চেম্বারের মতবিনিময়

খুলনার ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে

স্টাফ রিপোর্টার ঃ ২৬ নভেম্বর, রবিবার দুপুর ১টায় খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে দেশের বর্তমান সার্বিক পরিস্থিতিতে খুলনার ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে খুলনা চেম্বারের পরিচালনা পরিষদ ও বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা চেম্বারের সভাপতি, খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ও প্রথম মেয়র কাজি আমিনুল হক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মাননীয় কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মোঃ সাজিদ হোসেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল) মোছা: তাসলিমা খাতুন, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) বর্তমানে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত রাশিদা বেগম, পিপিএম-সেবা, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) এ, জেড, এম তৈমুর রহমান, সহকারি পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) ইমদাদুল হক, সহকারি পুলিশ কমিশনার (খুলনা জোন) রুবাইয়াত সানজিদ হোসেন, খুলনা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান আল-মামুন ও সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মমতাজুল হক। সভাপতি তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ায় এবং মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার কর্তৃক সারা দেশব্যাপী বিভিন্নমুখী উন্নয়নমূলক কাজ ব্যবসায়ী সমাজসহ দেশবাসীর স্বার্থে সম্পাদিত হওয়ায় দেশরতœ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন। খুলনা মেট্রোপলিটন পুলিশের বর্তমান মাননীয় কমিশনার দায়িত্ব গ্রহণের পর খুলনার আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও উন্নত হওয়ার ফলে খুলনার মানুষ অনেক ভালো আছে মর্মে সভাপতি ব্যক্ত করেন। সম্প্রতি এক বিশেষ মহল দেশের সর্বত্র বিশৃংখলা সৃষ্টি করায় উক্ত বিশৃংখলার শিকার হয়ে ব্যবসায়ীদের ব্যবসায়ীক কার্যক্রম যাতে বিঘিœত না হয় সে ব্যাপারে সভাপতি খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগীতা কামনা করেন এবং এভাবেই বর্তমান সুযোগ্য মাননীয় পুলিশ কমিশনার ও তার টিম ভবিষ্যতেও ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মাননীয় পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার) পিপিএম মহোদয় ও তার টিম সর্বদা ব্যবসায়ীদের পাশে থেকে সহযোগীতা করবেন বলে আশ্বাস প্রদান করেন। উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উর্দ্ধতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, সহ-সভাপতি মোঃ মোস্তফা জেসান ভুট্টো, পরিচালকবৃন্দ গোপী কিষণ মুন্ধড়া, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, শেখ মোঃ গাউসুল আজম, আলহাজ্ব মোঃ মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান (জবা), ঠাকুর মোঃ শাহ্ আলম, আলহাজ্ব মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবুল হাসান, মোঃ ইসলাম খান, খান সাইফুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম মাসুম, মোঃ মাহবুব আলম, চৌধুরী মিনহাজ উজ জামান, আলহাজ¦ নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, মোঃ শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও মোঃ সোহাগ দেওয়ান, সাবেক উর্দ্ধতন সহ-সভাপতি শেখ আসাদুর রহমান, সাবেক পরিচালক মো: হাফিজুল ইসলাম চন্দনসহ খুলনার বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button