স্থানীয় সংবাদ

খুলনা বিভাগের ৩৫ টি আসনে মনোনয়ন পেলেন যারা

এর মধ্যে ২৪টি আসনেই বর্তমান সংসদ সদস্য, বাকি ১১টি নতুন মুখ এবার মনোনয়ন পেয়েছেন

 

স্টাফ রিপোর্টার : খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৩৫টিতে প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ১১টিতেই নতুন মুখ যুক্ত হয়েছে। বর্তমান সংসদ সদস্যরাই মনোনয়ন পেয়েছেন ২৪টি আসনে। কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ওই আসনে বর্তমান এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু। খুলনার ৬টি আসনের মধ্যে ৩টিতেই পরিবর্তন ঃ খুলনার ৬টি আসনের মধ্যে ৩টিতেই পরিবর্তন এসেছে। এর মধ্যে দুটিতে এবারই নতুন দুই মুখ প্রার্থী হচ্ছেন। খুলনা-১ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। বাদ পড়েছেন এই আসনে ৪ বারের সংসদ সদস্য ও জাতীয় সংসদ হুইপ পঞ্চানন বিশ্বাস। খুলনা-২ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রীর চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন জুয়েল। খুলনা-৩ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এবার নতুন মুখ হিসেবে আসনটিতে মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। খুলনা-৪ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন শিল্পপতি ও সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী। খুলনা-৫ আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। খুলনা-৬ আসনে বাদ পড়েছেন আকতারুজ্জামান বাবু। এ আসনে এবার প্রথম মনোনয়ন পেয়েছেন পাইকগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। যশোরের দুটিতে নতুন মুখ ঃ যশোর-১ আসনে এবারও মনোনয়ন পেয়েছেন শেখ আফিল উদ্দিন। যশোর-২ আসনে বাদ পড়েছেন মেজর জেনারেল (অব.) ডা. নাসির উদ্দিন। এই আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন। যশোর-৩ আসনে কাজী নাবিল আহমেদ বহাল আছেন। যশোর-৪ মনোনয়ন বঞ্চিত হয়েছেন তিন বারের সংসদ সদস্য রণজিৎ কুমার রায়। এই আসনে নতুন মুখ অভয়নগর উপজেলা আ.লীগ সভাপতি এনামুল হক বাবুল। যশোর-৫ আসনে স্থানীয় সরকার প্রতিমন্ত্র স্বপন ভট্টাচার্য্য। যশোর-৬ আসনে শাহিন চাকলাদার এবারও মনোনয়ন পেয়েছেন। মাগুরায় যুক্ত হলেন সাকিব মাগুরা-১ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। মনোনয়ন বঞ্চিত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর। মাগুরা-২ এবারও মনোনয়ন পেয়েছেন ড. বীরেন শিকদার। মেহেরপুরে একটিতে নতুন মুখ মেহেরপুরের দুটি আসনের মধ্যে একটিতে নতুন মুখ এসেছে। মেহেরপুর-১ আসনে এবারও মনোনয়ন পেয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুর-২ আসনে বাদ পড়েছেন সাহিদুজ্জামান খোকন। নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন আবু সালেহ মো. নাজমুল হক সাগর। ঝিনাইদহে ১টিতেই নতুন মুখ ঃ ঝিনাইদহের চারটি আসনের ৩টিতেই পুরাতনরা মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ-১ আসনে আবদুল হাই, ঝিনাইদহ-২ তে তাহজিব আলম সিদ্দিকী সমি, ঝিনাইদহ-৪ নং আসনে আনোয়ারুল আজীম আনার মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন শফিকুল আযম খান চঞ্চল। নতুন মুখ হিসেবে যুক্ত হয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি। বাগেরহাটে ১টি নতুন ঃ বাগেরহাট-১ আসনে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন, বাগেরহাট-২ আসনে শেখ হেলালের ছেলে শেখ সারহান নাসের তন্ময়, বাগেরহাট-৩ আসনে খুলনা সিটি কর্পোরেশন মেয়র আলহাজ্জ্ব তালুকদার আব্দুল খালেক পতœী পরিবেশ ও বন উপমন্ত্রী হাবিবুন নাহার এবারও মনোনয়ন পেয়েছেন। বাগেরহাট-৪ আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। মনোনয়ন বঞ্চিত আমিরুল আলম মিলন। সাতক্ষীরার দুই এমপি মনোনয়ন বঞ্চিত ঃ সাতক্ষীরার ৪টি আসনের মধ্যে দুটিতে পরিবর্তন এসেছে। সাতক্ষীরা-১ আসনে ফিরোজ আহমেদ স্বপন এবং সাতক্ষীরা-৩ আসনে ডা. আ ফ ম রুহুল হক এবারও মনোনয়ন পেয়েছেন। বঞ্চিত হয়েছেন সাতক্ষীরা-২ আসনের মীর মোস্তাক আহমেদ রবি এবং সাতক্ষীরা-৪ আসনে এস এম জগলুল হায়দার। তাদের বদলে সাতক্ষীরা-২ মনোনয়ন পেয়েছেন আসাদুজ্জামান বাবু এবং সাতক্ষীরা-৪ আসনে আতাউর হক দোলন মনোনয়ন পেয়েছেন। কুষ্টিয়া, নড়াইল ও চুয়াডাঙ্গায় কেউ বাদ পড়েননি ঃ চুয়াডাঙ্গার দুটি আসনে কেউ বাদ পড়েননি। চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার সেলুন এবং চুয়াডাঙ্গা-২ আলী আজগার টগর এবারও মনোনয়ন পেয়েছেন। নড়াইল-১ আসনে কবিরুল হক মুক্তি এবং নড়াইল-২ আসনে মাশরাফী বিন মোর্ত্তজা এবারও মনোনয়ন পেয়েছেন। কুষ্টিয়ার ৩টি আসনে প্রার্থীতায় পরিবর্তন আসেনি। কুষ্টিয়া-১ আসনে আ কা ম সরওয়ার জাহান বাদশাহ, কুষ্টিয়া-৩ আসনে মাহবুব উল আলম হানিফ এবং কুষ্টিয়া-৪ আসনে ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এবারও মনোনয়ন পেয়েছেন। তবে কুষ্টিয়া-২ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ঘোষণা করা হয়নি। ওই আসনে বর্তমান এমপি জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button