খুলনায় ঘুর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত

কমবে তাপমাত্রা বাড়বে শীত
শেখ ফেরদৌস রহমান ঃ খুলনাসহ প্রায় সারাদেশে ঘুর্ণিঝড় মিগজাউমের প্রভাবে মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। অগ্রহায়নের সময়ে হঠাৎ এমন বৈরি আবহাওয়ায় জনজীবন থমকে যায়। সূর্যের তাপমাত্রা সর্ব্বেচ্চ ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্ব নি¤œ ২০ দশামিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে হঠাৎ এমন অপ্রত্যাশিত বৃষ্টিপাতের কারণে বিপাকে পড়ে যায় শ্রমজীবিসহ অন্যান্য পেশার মানুষেরা। নষ্ট হয় তাদের কর্মঘন্টা। গেল তিনদিন যাবৎ আকাশ মেঘলা থাকলেও গতকাল ছিল আষাঢ় মাসের মত মূষলধারে বৃষ্টি। অনেকে বৃষ্টিতে ভিজে তাদের গন্তব্যস্থলে পৌঁছেছে। আবার কেউ কেউ বৃষ্টির কারণে বিভিন্ন চায়ের দোকানিসহ সড়কের পাশে বিভিন্ন দোকানে আশ্রয় নিতে দেখা যায়। এছাড়া গেল দুদিন যাবৎ থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টিপাত হলেও মূলতঃ গতকাল দুপুরে পর থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। এছাড়া শ্রমজীবি রিক্সা চালকরা ছিল বেশি বিপাকে। ছাতা না থাকায় ঠান্ডা আর বাতাশে বৃষ্টির মধ্যে তারা পেটের জন্য রাস্তায় অপেক্ষা করতে দেখা যায়। এ বিষয়ে ভুক্তভোগী রিক্সাচালক মোঃ আনতাজার শিকদার বলেন, বুঝতে পারেনি যে এমনভাবে মুষলধারে বৃষ্টিপাত হবে। যে কারণে ছাতা পলিথিন নিয়ে বের হইনি। অনাকাঙ্খিতভাবে আমার সারা শরীর বৃষ্টির পানিতে ভিজে যায়। সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। পাশাপাশি আরও বেশি সমস্যা হচ্ছে বাতাসের কারণে। তারপরও রাস্তায় আছি যেন কিছু টাকা উপার্জন হয়। এখন ভাল যাত্রী পাওয়া যাচ্ছে। এছাড়া যাত্রীরা কিছু টাকা বাড়িয়ে দিচ্ছে বকশিস হিসেবে। এদিকে বৃষ্টিপাতের কারণে সড়কে মানুষ খুবই কম উপস্থিত দেখা গেছে। খুব জরুরী কাজ ছাড়া ঘর থেকে কেউ বের হয়নি। তাছাড়া দেখা যায়, অসুস্থ্য রোগীরা খুলনার বিভিন্ন হাসপাতালের ফটকের সামনে বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষায় আছে। এদিকে এমন সুযোগ কাজে লািগয়ে রিক্সা, ইজিবাইকসহ অন্যান্য তিন চাকার বাহনগুলো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে। অনেক যাত্রীরা বাকবিতন্ডা করলেও যানবাহন সংকট ও বৃষ্টির কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে নিজ গন্তব্যে পৌঁছেছে। এদিকে খুলনা আবহাওয়া অফিস এর কর্মকর্তা আমিরুল আজাদ বলেন, ঘুর্ণিঝড় মিগজাউমের প্রভাবের কারণে গতকাল বৃষ্টিপাত হয়েছে। গতকাল সারাদিন ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আজ শুক্রবার থেকে আকাশ সামন্য মেঘলা থাকলেও আর কোন বৃষ্টিপাত হওয়ার আশাঙ্কা নেই। এছাড়া এখন থেকে কমবে তাপমাত্রা আর বাড়বে শীতের প্রভাব। এখন থেকে দেশের সকল সমুদ্রবন্দরসুমহ সব ধরনের সংকেত নামিয়ে ফেলা হয়েছে। আজ শুক্রবার থেকে পরবর্তি নির্দেশনা ছাড়া মাছ ধরার সকল ট্রলার, নৌকা, স্বাভাবিক ভাবে চলাচল করতে পারবে।