স্থানীয় সংবাদ

খুবির বাস ভাঙচুরে বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার ঃ খুবির বাস ভাংচুরের ঘটনায় বিএনপির ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ও ৩ জন গ্রেপ্তার হয়েছেন। খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, তৈয়েবুর রহমান, হাসানুর রশিদ চৌধুরী মিরাজসহ ৪০ জনের নাম উল্লেখসহ এ মামলাটি সোনাডাঙ্গা থানায় করা হয়েছে। মামলার অপর আসামীরা হলেন সোনাডাঙ্গা থানা বিএনপির আহবায়ক হাফিজুর রহমান মনি, সদর থানা বিএনপির সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সাজ্জাদ আহসান পরাগ, বিএনপি নেতা একরামুল কবির মিল্টন, তারিকুল ইসলাম তারেক, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি নাজমুল হুদা চৌধুরী সাগর, মহানগর ছাত্রদলের আহবায়ক ইশতিয়াক আহমেদ ইসতি, সদস্য সচিব তাজিম বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ দলের ৫০ নেতাকর্মী। অপরদিকে এ ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (০৭ ডিসেম্বর) বিএনপি মিডিয়া সেল প্রদত্ত বিবৃতিতে নেতারা বলেন, গত ৬ ডিসেম্বর নগরীর শেরে বাংলা রোডে অবরোধের সমর্থনে বিএনপি মিছিল শুরু করলে মিছিলের পিছন থেকে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। দৃর্বৃত্তদের হামলায় বিএনপির পাঁচজন নেতা-কর্মী আহত হওয়া সত্ত্বেও দুর্বৃত্তদের নিরাপদে রেখে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ প্রমান করেছে তারা শাসকদলের আজ্ঞাবহ। মামলা-হামলা করে বিএনপির চলমান গণতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবে না। নেতারা আরো বলেন, চলমান আন্দোলন শুধু বিএনপির না। সাধারণ মানুষও এই আন্দোলনে সম্পৃক্ত। গণতন্ত্রের জন্য সাধারণ মানুষ বিএনপির আন্দোলনে সমর্থন দিয়েছে। নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button