বাজারে শীতকালীন সবজির সমারহ : দাম সহনীয়

সবজি নাগালের মধ্যে কিনতে পেরে স্বস্তিতে সাধারন ক্রেতারা
মো. আশিকুর রহমান ঃ সম্প্রতি সময়ে নগরীর সবজির বাজার গুলোতে দৃশ্যমান হচ্ছে শীতকালীন সবজির। প্রতিদিনই বিভিন্ন জেলা-শহরসহ স্থানীয় অঞ্চলগুলো হতে শীতকালীন সবজির আগমন ঘটছে পাইকারী বাজারগুলোতে। আর পাইকারী বাজার ঘুরে খুচরা বাজারে হাজির হচ্ছে এসব শীতকালীন সবজি। কয়েকদিন আগেও বাজারে সবজির যে চড়া দাম লক্ষ্য করা গেছে, বর্তমানে শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহসহ দাম সহনীয় হওয়াতে বেচাকেনায় সাড়া পড়েছে ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যে। শীতকালে এই তাজা সবজি এবং দাম সহনীয় হওয়াতে ক্রেতা-বিক্রেতা উভয়ই সন্তুষ্ট। এসকল শীতকালীন সবজির মধ্যে রয়েছে ফুলকপি, বাধাকপি, সীম, বীট কপি, পালংশাক, মুলাসহ প্রভৃতি শীতকালীন সবজি। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) নগরীর দৌলতপুর পাইকারী বাজার ঘুরে দেখা গেছে, বৈরী আবহাওয়া উপেক্ষা করে ভোর হতে আশপাশের স্থানীয় অঞ্চলগুলো হতে আগত ব্যবসায়ীরা এসেছেন তাদের তাদের উৎপাদিত সবজি নিয়ে। আর স্থানীয় এলাকা হতে আগত খুচরা ব্যবসায়ী ও ক্রেতারা ভিড় জমাচ্ছেন শীতকালীন সবজি ক্রয়ের জন্য। ভোর ৫টা হতে শুরু করে বেলা ১০টা পর্যন্ত চলে এই পাইকারী সবজির কেনাবেচা। পাইকারী বাজার ঘুরে খুচরা বাজারে ওই সবজি কেনাবেচা চলে সকাল ৮টা হতে রাত ১০টা পর্যন্ত। সরেজমিনে খুচরা সবজি বাজার ঘুরে দেখা গেছে, ফুলকপি ৫০টাকা, বাধাকপি ৩০টাকা, ওলকপি ৩০টাকা, বিটকপি ৬০টাকা, মেটে আলু ৬০টাকা, সীম ৪০টাকা, নতুন আলু ৬০টাকা, পালংশাক ২০ টাকা, লালশাক ২০টাকা, টমেটো ৬০টাকা, বেগুন ৪০টাকা, গাজর ৬০টাকা, মুলা ২০টাকা, লাউ প্রতিপিস ৩০টাকা, উচ্ছে ৭০টাকা, বরবটি ৬০টাকা, ঝিঙে ৬০টাকা, কুশি ৬০টাকা, ধনে পাতা ৮০টাকা, খিরাই ৫০টাকা, শষা ৩০টাকা প্রতিকেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা সবজি ব্যবসায়ী কামাল হোসেন জানান, বর্তমান বাজারে শীতকালীন সবজির যথেষ্ট সরবরাহ রয়েছে, দামও ক্রেতাদের নাগালে। সবজির দাম সহনীয় হওয়ার কারনে ক্রেতারা সবজি কিনে বেশ সন্তুষ্ট। বাজারে বর্তমানে ফুলকপি, বাধাকপি, ওলকপি, বিটকপি ,মেটে আলু, সীম, নতুন আলু, পালংশাক , লালশাক , টমেটো , বেগুন , গাজর, মুলা, লাউসহ প্রভৃতি শীতকালীন সবজির চাহিদা রয়েছে। বেচাবিক্রিও ভালো। নগরীর মধ্যডাঙ্গা হতে আগত ক্রেতা শারমিন সুলতানা লিপি জানান, কয়েকদিন আগেও ৮০/৯০টাকার নিচে কোনো সবজি কেনা যায়নি। তবে বর্তমানে বাজারে যথেষ্ট শীতকালীন সবজি দৃশ্যমান এবং দামও নাগালে। শীতকালীন সবজির প্রচুর সমারহে ক্রেতা-বিক্রেতার মধ্যে বেশ স্বস্তি বোধ করছে। দৌলতপুর কাঁচা বাজার খুচরা কাঁচামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. পলাশ শেখ জানান, কয়েকদিন আগেও কাঁচা সবজির দাম আকাশ ছোঁয়া ছিল, বর্তমানে বাজারে শীতকালীন সবজির আগমনে দাম ক্রেতা নাগালের মধ্যে চলে এসেছে। বর্তমান সময়ে ২০/৩০টাকার মধ্যে ও সবজি ক্রয় সম্ভব হচ্ছে। বাজারে সবজির যথেষ্ট সরবরাহের কারণে দাম কমেছে।