কুয়েট ছাত্রীর বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগ : তদন্ত কমিটি গঠন

আনিছুর রহমান কবির ঃ কুয়েট, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ এ অধ্যয়ণরত মাস্টার্স ছাত্রী স্বর্ণালী সাহা এর সাথে যৌন সম্পর্কে স্থাপনের অভিযোগ করেছেন একই বিশ্ববিদ্যালয় এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করার পর প্রফেসর ডঃ রাজিয়া খাতুনকে চেয়ারম্যান এবং স্বর্ণা বিনতে কাদেরকে সদস্য সচিব করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এখানে শিক্ষার্থী অভিযোগ করেন শিক্ষার্থীর বিভাগের সহকারী অধ্যাপক প্রত্যয় সাহার বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপন করেন। শিক্ষার্থী এ আবেদনটি করেন সাবেক ভিসি প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন এর সময়। অভিযোগে বলেন বিভাগে আসা যাওয়ার সুবাধে শিক্ষক প্রত্যয় সাহার সাথে তার সম্পর্ক সৃষ্টি হয় এবং এক পর্যায়ে প্রত্যয় সাহা তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে স্বর্ণালী সাহা প্রত্যয় সাহার কাছে টাকা দাবি করেন এবং বিয়ের প্রলোভনে যৌন সম্পর্ক স্থাপনের বিচার চেয়ে বিশবিদ্যালয়ের ভিসি বরাবর আবেদন করেন। বিষয় টি যৌন বিষয়ুক তদন্ত কমিটি কর্তৃক তদন্ত হয়ে ৮৭তম সিন্ডিকেট (২৫/১১/২৩) এ মীমাংসা হয় । এই ব্যাপারে কি সিদ্বান্ত হয় তা বিশবিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এখনো ৮৭ তম সিন্ডিকেটের রিপোর্টের এই অভিযোগের তদন্তের কোন সিদ্ধান্ত হয়নি বলে জানানো হয়। বিষয়ে অভিযুক্তকারী স্বর্ণালী সাহা বলেন, ভিসি স্যার এর অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না। এ বিষয়ে শিক্ষক প্রত্যয় সাহা বলেন, আমি এখন ওখানে নেই। আমি ছুটিতে আছি সুতরাং এ ব্যাপারে আমি কোন কথা বলতে রাজি নয় বলে তিনি জানান। তদন্ত কমিটির চেয়ারম্যান প্রফেসর ডঃ রাজিয়া খাতুনকে বলেন, আমরা তদন্ত কমিটি উভয় পক্ষের সাথে সাক্ষাৎকারের পর তদন্ত জমা দিয়েছি। এখন সিদ্ধান্ত নিবে সিন্ডিকেট। তবে সিন্ডিকেটের সিদ্ধান্তের কপি এখন আমরা পাইনি। তবে যে অভিযোগটা করা হয়েছে সে অভিযোগের সত্যতা আমরা পাইনি। তবে কিছু ঘটনা আছে তা অভিযোগের সাথে যায় না।