আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করলে বন্ধ মিল পুনরায় চালু করতে চেষ্টা করব

খালিশপুরে আওয়ামীলীগের সাংগঠনিক সভায় এস এম কামাল
স্টাফ রিপোর্টার ঃ খালিশপুর থানাধীন ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের বিশেষ সাংগঠনিক সভা সোমবার বিকেল তিনটায় সরকারি মহাসিন কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কে সি সি মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের নৌকার মাঝি এস এম কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা এমডিএ বাবুল রানা।সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি এ কে এম সানাউল্লাহ নান্নু। সঞ্চালনা করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম বাশার। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের নৌকার মাঝি এস এম কামাল হোসেন বলেন, আমি কোনো নেতা হিসাবে নয়, সেবক হিসাবে আপনাদের পাশে থেকে সেবা করতে চাই। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পরে তিল তিল করে বিএনপি ও জামায়াতের অন্দোলনকে প্রতিহত করে দুর্দিনে,দুঃসময়ে যারা দলের জন্য হাল ধরেছেন সেই ত্যাগি নেতা কর্মীদের ভাগ্যের উন্নয়নে নৌকার প্রার্থী হয়ে খুলনা- ৩ আসনে এসেছি।আমি খুলনা-৩ আসনে আমার ভাগ্যের পরিবর্তনে আসেনি,আমি আমার স্ত্রী,সন্তান ও আতœীয় স্বজনদের ভাগ্যের পরিবর্তনে এখানে আসেনি। শ্রমিক অধ্যুষিত এলাকার মানুষের সাথে আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করেছি, আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে খুলনার নগরপিতা ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক সাথে নিয়ে এই বন্ধ মিল যাতে পুনরায় চালু করতে চেষ্টা করব। উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফুল ইসলাম,দৌলতপুর থানা আওয়ামী লীগের সভাপতি ও বিজেএ’র সাবেক চেয়ারম্যান শেখ সৈয়দ আলী,নগর আওয়ামী যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ,১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এস এম মোর্শেদ আহমেদ মনি,সম মঞ্জুরুল আলম,১০নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম,পারভিন আক্তার,সংরক্ষিত কাউন্সিলর খাদিজা সুলতানা সোনালী,সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান,সমীর কুমার সরকার, তৌহিদুল ইসলাম ঝন্টু, জুবায়ের আহমেদ,চৌধুরী মিরাজ রহমান।এ সময় আরো উপস্থিত ছিলেন শেখ নাসির উদ্দিন,আব্দুল মজিদ বকুল,ওয়াহিদুজ্জামান খান ডারউহন,কাউন্সিলর শরিফুল ইসলাম প্রিন্স,মহিদুল ইসলাম মিলন, লুৎফর রহমান শারমিন রহমান শিখা,এস এম মারুফ আহমেদ সহ আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।