স্থানীয় সংবাদ

যশোরে সবজিবাহী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

যশোর ব্যুরো ঃ যশোর চৌগাছা উপজেলায় মঙ্গলবার ১২ ডিসেম্বর বিকেলে সবজিবাহী ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। চৌগাছা-ঝিকরগাছা রোডে চৌগাছার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের মসজিদ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাশাপোল ইউনিয়নের মালিগাতী গ্রামের আলী হোসেনের ছেলে নুর ইসলাম (৪০) ও দুড়িয়ালি গ্রামের আসারফ হোসেনের জামাতা আয়ুউব হোসেন (৫৫)। আয়ুউব হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে বিশেহরি গ্রামের বাসিন্দা। তিনি মালিগাতী গ্রামে শশুর বাড়িতে বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছা থেকে ছেড়ে আসা চৌাগাছাগামী সবজি বোঝাই একটি ট্রাক (সাতক্ষিরা ট-১১-০৩৫৮) পলুয়াগ্রামের মসজিদ মোড়ে পৌছালে বিপরীতমুখী একটি মোটরসাইকেলে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক নুর ইসলাম ও মোটরসাইকেলের আরোহী আয়ুউব হোসেন মারা যান। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত সবজি বোঝাই ট্রাক জব্দ করে দশপাকিয়া পুলিশ ফাঁড়ি হেফাজতে রাখা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button