রূপসা প্রেসক্লাবে এড. সুজিত অধিকারী

স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রূপসা প্রেসক্লাবের উপদেষ্ঠা এড. সুজিত অধিকারী বলেছেন শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিববুল্লাহ আমাদের মাঝে চির স্মরণীয় হয়ে থাকবেন। তিনি বলেন, দুই সূর্য্যসন্তানকে স্মরণ করতে প্রতিবছর রূপসা প্রেসক্লাব নেতৃবৃন্দ ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করে আসছেন। প্রধান অতিথি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। দেশের দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে শেখ হাসিনা’র সরকারের উন্নয়নের সাফল্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের কোনো বিকল্প নেই। শহীদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও বীর বিক্রম মহিবুল্লাহ’র ৫২তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটী কর্ণপুরস্থ প্রেসক্লাবের মাঠ চত্ত্বরে রূপসা প্রেসক্লাব আয়োজিত দুই দিনব্যাপী ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র দ্বিতীয় দিনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রূপসা প্রেসক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলি এবং নির্বাহী সদস্য কৃষ্ণ গোপাল সেনের যৌথ পরিচালনায় স্বাগত বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম খালেদীন রশিদী সুকর্ন, সদস্য অমিয় অধিকারী, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি রকিব উদ্দীন, পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্রথ বাছাড়, রূপসা উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল গফুর খান, জেলা কৃষক লীগের জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলহাজ আবু আহাদ হাফিজ বাবু, উপজেলা আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম। বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বাবলু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কর্ণপুর যুব সংঘের সাধারণ সম্পাদক আশরাফ আলী রাজ, ইসলামিক ফাউন্ডেশন রূপসা উপজেলার মডেল কেয়ারটেকার মোঃ আব্দুস ছালাম, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল কাদের, যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আজিম, কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম কচি, সাংগঠনিক সম্পাদক এমডি অলিদ, সাধারণ সদস্য ভোলানাথ রায়, খান মিজানুর রহমান, আল মাহমুদ প্রিন্স, আবু হারুনার রশিদ, শেখ হামিদুল হক, চিত্ত রঞ্জন সেন, আকতার হোসেন খান, রেজাউল ইসলাম তুরান, মোঃ বেনজির হোসেন, মোঃ মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার হোসেন মানিক, বিএম শহিদুল ইসলাম, নাঈমুজ্জামান শরীফ, যুবলীগ নেতা সুব্রত বাকচী, জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত খান, সাইফুল ইসলাম পলু, নীলমনি বিশ্বাস প্রমুখ।