নগরীতে পেঁয়াজের বাজারে তৃতীয়দিন ভোক্তার অভিযান
বিভিন্ন অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার ঃ নগরীর বড়বাজারে (কদমতলা) পাইকারি পেঁয়াজের বাজারে অভিযান চালিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ খুলনা অধিদপ্তর। অভিযানে পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না থাকা ও অধিক দামে পেঁয়াজ বিক্রি এবং একই এলাকায় অভিযানে মূল্য ও মেয়াদবিহীন, অননুমোদিত শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উক্ত এলাকায় খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন। বড়বাজারে (কদমতলা) এলাকায় অভিযানে মূল্য তালিকা না থাকা, পেঁয়াজের ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও বিক্রয় রশিদ প্রদান না করার অপরাধে মেসার্স তানভীর বাণিজ্য ভান্ডারকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ভেজাল, মূল্য ও মেয়াদবিহীন, অননুমোদিত শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মেসার্স ভাই বোন স্টোরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি দোকান মালিককে অননুমোদিত পণ্য বিক্রি না করার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিম-এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব এবং সদর থানার একটি চৌকস টিম। জনস্বার্থে এরূপ অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।