স্থানীয় সংবাদ

পাইকগাছায় আদালতের এজলাসে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের ঘটনায় দুই পুলিশ প্রত্যাহার

পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাস কক্ষে পেট্রোল দিয়ে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। কর্তব্যরত দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় প্রস্তুতি চলছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতের কোন এক সময় কে বা কারা এজলাস কক্ষের গ্লাস ভাংগা জানালা দিয়ে এটা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন সংশ্লিষ্টরা। কোর্ট মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে আসবাব পত্র পুড়ার গন্ধ পেয়ে গ্রিল মিস্ত্রি জাহাঙ্গীর আলম এগিয়ে দেখে কোট পুলিশ আগুন নিভাচ্ছে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশসহ প্রশাসনের লোকেরা ঘটনাস্থলে আসেন। এ সময় এজলাস কক্ষে থাকা আাসামী কাঠঘড়া,চেয়ার ও সোফা পুড়ে গেছে। পাইকগাছা আইনজীবি সমিতির সভাপতি পঙ্কজ কুমার ধর বলেন, সকালের দিকে তিনি সংবাদ পান কোর্ট এজলাসে এধরণের ঘটনা ঘটেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান, আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করা ও নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে কিনা বিষয়টা আমরা তদন্ত করে দেখছি। এদিকে খবর পেয়ে খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াসীর আরেফীন,জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুনন্দ বাগচী, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান,উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আল- আমিন, ডিবির ওসি নাছির উদ্দীন, পাইকগাছা থানা (ওসি) মোঃ ওবাইদুর রহমানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় তারা জানান নাশকতাকারীরা এটা ঘটিয়েছে। আদালত অঙ্গনে রাতে ডিউটিরত সহকারী পুলিশ উপপুলিশ পরিদর্শক (এএসআই) সোহেল রানা ও পুলিশ কনস্টেবল মনিরুজ্জামানকে তাৎক্ষণিক জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button