নগরীতে ধর্ষণ ও দস্যুতরা ঘটনায় আটক ৩ : লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার

স্টাফ রিপোর্টার ঃ নগরীর হরিনটানা থানাধীন দস্যুতা ও গণধর্ষনের সরাসরি জড়িত থাকায় ৩ জন আসামিকে গ্রেফতার করেছেন পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে গোবিন্দ ফৌজদার (৩০), মিঠুন বিশ^াস (৩৫) এবং ধীমান ফৌজদার (৩৫)। এ সময়ে তাদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ ( কেএমপি)’র এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ ডিসেম্বর রাত ২ টা থেকে ৪টার মধ্যে যে কোন সময় হরিণটানা থানাধীন ঘোলা গ্রামস্থ প্রনব কুমার মল্লিকের একতলা বিশিষ্ট বাড়িতে ৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি দস্যুতা ও গণধর্ষণসহ স্বর্ণালংকার লুন্ঠন করে। তৎপ্রেক্ষিতে কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা এর ঐকান্তিক প্রচেষ্টায় ও নির্দেশনায় হরিণটানা থানা পুলিশ দস্যুতা ও গণধর্ষণে সরাসরি জড়িত খুলনার ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামের বাসিন্দা সুনিতী ফৌজদারের ছেলে গোবিন্দ ফৌজদার, বটিয়াঘাটা উপজেলার গদারামপুর গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন বিশ^াসের ছেলে মিঠুন বিশ্বাস এবং ডুমুরিয়া উপজেলার কুলটি ফৌজদার পাড়ার বাসিন্দা প্রশান্ত ফৌজদারের ছেলে ধীমান ফৌজদারকে লুণ্ঠিত স্বর্ণালংকারসহ গ্রেফতার করেন।। অত:পর মামলার বাদী উদ্ধারকৃত মালামাল শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী গোবিন্দ ফৌজদার, মিঠুন বিশ্বাস ও ধীমান ফৌজদার ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।