জেলা পুলিশ লাইনের নারী পুলিশ সদস্যের আত্মহত্যা

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ খুলনা জেলা পুলিশ লাইনের নারী পুলিশ সদস্য শ্রাবণী আক্তার (৩০) আত্মাহত্যা করেছে বলে জানাগেছে। গতকাল বৃহস্পাতিবার দুপুর পৌনে ২টার দিকে শিরোমণি চাল বাজার সংলগ্ন ভাড়াবাড়ীতে নিজ ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে বলে বাড়ীর মালিক ও স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয়রা জানায়, পুলিশ দম্পতি শ্রাবণী আক্তার(২৮) খুলনা জেলা পুলিশ লাইনের নারী পুলিশ সদস্য এবং তার স্বামী মো. রমজান আলী(৩৫) শিরোমণি আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের কর্মরত পুলিশ সদস্য। তারা দুজন শিরোমণি বাজারের চালপট্টির পাশে শেখ কাওসার হোসেনের বাড়ীতে ভাড়া থাকতেন। প্রতিদিনের ন্যায় শ্রাবণীর স্বামী রমজান আলী কর্মস্থলে চলে যায়। বেলা পৌনে ২টার দিকে বাসায় ফিরে এসে ঘরের দরজা ভিরত থেকে বন্ধ দেখে স্ত্রীকে ডাকাডাকি করে ভিতর থেকে কোন সাড়াশব্দ না পেয়ে বাড়ীওয়ালাকে সঙ্গে নিয়ে ঘরের দর্জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। ভিতরে প্রবেশ করে তারা শ্রাবণীকে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ঝুলতে দেখে দ্রুত নিচে নামিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি তদন্ত পলাশ কুমার সাহা নারী পুলিশ সদস্যের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন আত্মাহত্যার কারণ সম্পর্কে জানাযায়নি। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানিয়েছেন।