খুলনা জাসদের বিজয় দিবস পালন

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার বিকাল ৩ টায় জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বিজয় দিবসের এক আলোচনা সভা জাসদের অস্থায়ী কার্য্যালয়ে জাসদ খুলনা জেলা কমিটির সভাপতি শেখ গোলাম মোর্তুজার সভাপতিত্বে ও মহানগর সাধারন সম্পাদক আরিফুজ্জামান মন্টুর পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ ছারাও গল্লামাড়ী সৃতিসৌধে ভোরে মাল্যদান,জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। বক্তারা কর্মিদের প্রতি শোষন,বঞ্চনা মুক্ত একটি অসম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার আহবান জানান। নেতৃবৃন্দ বলেন, দূরনীতি,লুটপাট ও এদের সেন্ডিকেট কে উৎখাত করতে না পারলে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও বেকারদের কর্মসংস্থান করতে না পারলে উন্নয়ন গুটি কয়েক মানুষের সুবিধা দেবে। নেতৃবৃন্দ বিএনপি-জামাতের ষড়যন্ত্র ও নেরাজ্যের বিরুদ্ধে সচেতন থাকা ও প্রতিরোধ গড়ে তুলার আহবান জানান। বক্তব্য প্রদান করেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক খালিদ হোসেন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুজিত মল্লিক, নারী জোট খুলনা জেলার সভাপতি এড. রুনা লায়লা ,জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশা মহানগর সভাপতি মোঃ চাঁন মিয়া,যুবজোট জেলা সভাপতি মোঃ সাইদ.সাধারন সম্পাদক তানভীর হোসেন সেন্টু, মহানগর যুব জোট সভাপতি মাসুদ রানা,সাধারন সম্পাদক আকবর শেখ, জাসদ নেতা-মোঃ ইমরান, মোঃ হৃদয়,আলী রাজ, মোসারেফ হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা আরো বলেন মুক্তিযুদ্ধের শক্তির মধ্যে যেনো কোন বিভেদ তৈরী না হতে পরে,মুক্তিযুদ্ধের বিরুদ্ধের এই অপশক্তি যাতে আর রাষ্ট্র ক্ষতায় আসতে না পারে তার জন্য সকল প্রগতিশীল রাজনৈতিক দল ও জনগনকে নিয়ে এদের প্রতিহত করার আহবান জানান।